আমাদের কথা খুঁজে নিন

   

অধরে কারও

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ছুটি বলে নয়, ক্লান্তি এসেছিল বিহনের পথে তাই অধর অমৃত কারও দ্রাক্ষ রস হয়ে উন্মাদনায় অপহরণ করে নিয়ে পালায়, ওপাশে ডোবায় মিশানো ছিল কালো কাকের চোখ ; উচ্ছিষ্টের ভাগারে লুকানো ছিল দামী পাথর কোন বোঝা গেল, তবুৃ চুলের গোড়ায় বৃষ্টির জল শেকড় সন্ধান করতে করতেই বাষ্প হয়ে যায়; ওদিকে চুলের শেকড়ে উন্মুক্ত স্নায়ু যত রঙিন স্বপ্নে সপ্ত রঙা সূতোয় প্যাচিয়ে গেছে, আর তাই আশেপাশের রঙ বেরঙের কিংবা বর্ণহীন জগত তীব্রমাত্রায় সংকুচিত হয়েছে এবং পুরো মাত্রায় হারিয়েছে পুরুষ্ঠ কোমল অধরের চোরাবালিতে সেই কারও। 02/10/06

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।