আমাদের কথা খুঁজে নিন

   

ইসাবেলা এসেছে ভালোভাবেই

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

04.10.06 মনের এই ভেজা হাওয়া তুমি টের পাও একটু ও চাইনি। তানা না না করে এড়াতে চেয়েছি 'মন ভালো নেই' প্রসঙ্গ। বিরতিহীন লোডশেডিং, গাছের পাতা না নড়া অন্ধকার, ঝিরির মতো স্বেদ, অস্বস-ি, অশান-ি তালগোল পাকিয়ে শরীরটাকে কাবু করতেই তোমার অবহেলায় ক্যাচ্ কট্ তারপর বোল্ডআউট; সত্যি আজ খুব ইচ্ছে ছিল তোমার দশ আঙ্গুল আঁকড়ে গল্প করব, শুনব- একাকীত্বের বাদাম খোলস ভেঙ্গে খোসা তোমার ফুঁ তে ওড়াবো নৈঋতে। হলো না ইসাবেলা। ব্যস-তার রিলে রেসে ব্যাটন হাতে চলছি তো চলছি-ই। তুমি-আমি অনির্ণেয় ফ্যাদমের ভালোবাসা নিয়ে ও দিনে দিনে ধূসর চালচিত্র হয়ে যাচ্ছি একে অন্যের কাছে, রক্ষণাবেক্ষণের অভাবে। তাপরও জানতে সাধ হয়- হে ইসাবেলা, তুমি আবার আসবে কবে? অভিসারে, চুপি, চুপি, চুপিসারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।