আমাদের কথা খুঁজে নিন

   

ভূগর্ভে বিলাসবহুল বাড়ি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভূগর্ভে নির্মিত বিলাসবহুল একটি বাড়ির সন্ধান মিলেছে। যা বিক্রির জন্য দাম উঠেছে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার।

মাটির নিচে এ বাড়িটির আয়তন ১৫ হাজার বর্গফুট বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন।

দিনে ও রাতে বিভিন্ন সময়ে আলো অন্ধকারের অনুভূতির জন্য রয়েছে কৃত্রিম আকাশ, তারা, কৃত্রিম প্রকৃতি ও আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংকারটির সিলিংয়ে স্থাপিত লাইটগুলো দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকার রাতের পরিবেশ তৈরি করতে পারে।

মাটির ২৬ ফুট গভীরে নির্মিত এ বাড়ির চারপাশে রয়েছে প্রয়োজনীয় অনেক কিছু। দুটি বেডরুম ছাড়াও বেইজমেন্টে আছে একটি পুল, দুটি বাথটাব, একটি স্টিম বাথ। এছাড়া রয়েছে একটি নাচের ফ্লোর।

উল্লেখ্য, জেরি হিন্ডারসন স্নায়ূযুদ্ধের টানটান উত্তেজনার সময় মাটির গভীরে নিরাপদে থাকার জন্য বিলাসবহুল এ বাড়ি নির্মাণ করেন। ১৯৭৮ সালে স্নায়ূযুদ্ধের মাঝামাঝি সময়ে এ বাড়ি বানান হিন্ডারসন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.