আমাদের কথা খুঁজে নিন

   

না পড়লেও চলবে ( রিয়েল লাইফ অকারণ কথাবার্তা)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কেউ না পড়লেও চলব। এমনেতেই লিখছি। কিছু লিখতে হবে তাই লিখছি................... এইটা এক নতুন সমস্যার মত মাঝে মাঝে..........ব্লগে না লিখলে কি যেন খচখচ করে মনের মইধ্যে। মাঝে মাঝে। আমার সমস্যা গুলো সব মাঝে মাঝেই আছে।

কারন বাকী সময় যে আমি আমার মধ্যে হারিয়ে যাই। যেমন সাপের মুখে সাপের লেজ। বাদ দেন এসব ফালতু প্যাচাল। একটা রিয়েল লাইফ রম্য কই। আসলে আমার একটা বোকামী কই।

পড়েন। অনকে অনেক দিন আগের কথা । আমার এক বন্ধু আছিল । সে বন্ধু র সাথে একদিন এক সম্ভ্রান্ত(!!!!!!!) পথে হাঁটছিলাম। বন্ধুটি আমকে দুটি লাইন আবৃত্তি করে শুনাল।

একটি কবতিার দু লাইন মনে হলো। বেশ সুন্দর । বেশ কাব্যিক। বন্ধু সুধাল, কেমন রে কবিতার লাইনদুটো। বললাম , অসাধারণ।

কে লিখেছে ঃ বল , তো কার মনে হয়। ঃ রবী ঠাকুর রবী ঠাকুর গন্ধ পাচ্ছিলাম। বললামও রবী ঠাকুর এর হতে পারে। ঃ হাসল ও। ঃ হাসছিস কেন।

শেষে বলেছিল। ওর লেখা। কষ্ট পাই সে বন্ধুর সে লাইনদুটো স্মৃতিতে নেই। নেই তার উপস্থিতি চেনা পরিসরে। কতবছর হলো তার সাথে যোগাযোগ নেই।

একদিন রাস্তায় দেখেছিলাম রিকশায়। দুজন দুজনাকে অচেনা চেনা মনে হলো। দৃষ্টি কথা বলতে পারলে হয়তো কিছু বলতো। মুখ কিন্তু কিছু বলেনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।