আমাদের কথা খুঁজে নিন

   

পোলাপানীয় ভাবনা ঃ জাতীয় নির্বাচন -[উৎসর্গ ঃ- কৌশিক ভাই ]-

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

সামনে নির্বাচন, মিষ্টি কথা শুনার দিন, হাতে তজবি-মাথায় ঘোমটা দিয়ে ঘোরার দিন। সারা বছর যাদের অন্তরে বিষ দেখেছি তারা মুখে মধু নিয়ে পাবলিকের দরবারে হাজির হবে নতুন-পুরানো তাল-বাহানা নিয়ে। তাদের অন্তর যে ফুলের মত পবিত্র এটা বুঝাবে ভালো ভাবে।

পাবলিক কে ভোলানোর জন্য বিভিন্ন নজরানা-উপহার দেওয়া হবে। টাকা দিয়ে 'দোয়া' কিনা হবে। পাবলিক হাসতে হাসতে দোয়া দিয়ে দিবে। 'দাওয়া' ঠিক মত পাইলে 'দোয়া' দিতে অসুবিধা কি? ইলেকশনের আগে যা পাওয়া যাবে তাই লাভ, সারা বছর তো আর তাদের পাওয়া যাবে না। আমি পরছি ভেজালে, ভাবছি - দোয়া কি 'নিমকহারম' কে করবো না 'বাটপার' কে করবো।

দুই জনই ভালো মানুষ, অতিশয় ভদ্র লোক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.