আমাদের কথা খুঁজে নিন

   

শুভ মহালয়া:দূর্গা পূজা আসছে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

আজ শুভ মহালয়া। হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা শুরুর আগে আজ চন্ডীপাঠের মাধ্যমে শ্রীশ্রী দুর্গা দেবীকে আমনত্রণ জানানো হবে মর্ত্যলোকে। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্দ্বপূর্ণ অংশ। দেবীর আরাধনা সুচিত হয় মহালয়ার মাধ্যমে।

মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়। মহালয়া থেকে দেবীপক্ষের শুরু। মহালয়ার ষষ্ঠ দিন অর্থাৎ আগামী 28 সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপুজার মাধ্যমে আনুষ্ঠানিক সুচনা ঘটবে পাঁচদিনব্যাপী দুর্গোৎসবের। তবে মূলত আজ থেকেই শুরু হবে দেবী দুর্গার আগমনধ্বনি। পঞ্জিকামতে, এবার দেবীর আগমন ঘটবে দোলায় চড়ে।

এর ফল হচ্ছে মড়ক। আর দেবীর বিদায় হবে হাতিতে চড়ে। এর ফল হচ্ছে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। পুরাণমতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসনতে তিনি এই পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসনতী পূজাও বলা হয়।

কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদধার করতে যাওয়ার আগে শ্রী রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবস্যা তিথিতে। এ জন্য শরৎকালের এই পূজাকে হিন্দুমতে অকালবোধনও বলা হয়। দূর্গাপজার নির্ঘণ্ট অনুযায়ী আগামী 28 সেপ্টেম্বর বৃহসপতিবার ষষ্ঠীপূজার দিনে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্পণ ও অধিবাস। 29 সেপ্টেম্বর শুক্রবার মহাসপ্তমী। 30 সেপ্টেম্বর শনিবার মহাদশমীর দিন সকালে কুমারীপূজা ও রাতে সদ্ধিপূজা।

1 অক্টোবর রোববার মহানবমী। 2 অক্টোবর সোমবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। ::::হিন্দুবল্গাররা লাড্ডু চাই:::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।