পরিবর্তনের জন্য লেখালেখি
[ কি দিলা প্রভু, না প্রেম , না কবিতা!!!!!]
এখনও অতটা সভ্য , সুশীলা, কবি হইনি
আসলে তেমন প্রতিভাও নেই, লিখবো শনৈ শনৈ!
একজন শরৎ, কৌশিক, জলিল কি সুমন না হোক
তবে ফজলে এলাহি বা পথিক?
শুভ্রা?
হিমুর বোকাদের পদ্য?
তাও নয়?
অন্তত হযবরল বা মুখফোড়ের অ্যাবসার্ডও যদি লিখতে দাও!!!!!!!!
বর্তে যাব গো, ধন্য হয়ে যাব।
বৃষ্টির হিম হিম ফোটায় বিকেল জুড়ে আকুলি বিকুলি ; মনের খাতা
খুউ উ উ উব ইচ্ছে, লিখি না একটা প্রেমের কবিতা!
কি আর এমন ক্ষতি হবে?
1 টা না দাও, আধাটাই সই!! তাও পাবো না?
দয়া করো প্রভু!
করুণা?
উহুঁ!
মন আমার কেবলই দেখছে 40 জন সুঠাম যুবক!
আচ্ছা , ওরা কি সবাই অবিবাহিত?
ওদের কেউ কেউ নিশ্চয়ই জানতো রমনী স্পর্শ
বাকীরা?
কখনো জানবে কতটা উষঞ হতে পারে প্রিয়তমা স্ত্র ীর আলিঙ্গন?
আর কখনো ছোট বোনের আলতো চুমু নেবে?
মায়ের হাত থেকে মুড়ির মোয়া, চিতই পিঠা?
বড় মাছের মুড়োটা পথ ভুলে চলে আসবে পাতে?
রোজগেরে নাবিক পুত্র!!!
মুড়োটা তো পাওয়ারই কথা-
বেতনের 7 হাজার 4 শত বাষট্টি টাকা
ঈদের আগে আগে বাড়ি যাওয়ার ছুটি
বড় শখের সাদা পোশাক!
আহারে!
পরনে সাদাই তো ছিল ওদের-
অনেক গর্ব নিয়ে পরতো ওরা
বাংলা মায়ের নির্ভ ীক সন্তান।
প্রভু,
সাদাকে এত ভালবেসেছিলো বলেই কি
জড়াবে ওদের আপাদমস্তক সাদায়?
আর, আমরা রয়ে যাব বেদনার চির নীলে!!
[ ধুশ শালা, না হলো কবিতা, না ড্রাফট.........একটা পারফেক্ট আবর্জনা]
ঢাকা
20।09।2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।