আমাদের কথা খুঁজে নিন

   

দিনকাল.1 (থাইল্যান্ডে ক্যু, শাবিতে মারধর)



বেশ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। হাওয়া পরিবর্তনে গিয়েছিলাম এসে বেশ কাজের চাপ, ঘরে-বাইরে। যেসব নিয়ে লিখব লিখব ভাবি গুছিয়ে ওঠা হচ্ছে না, আবার নিয়মিত লিখতেও চাই, হয়তো ইনভেস্টমেন্ট কোনদিন কাজে লাগতে পারে, অথবা উলটোটা - লেখা আর মন্তব্যে অলক্ষ্যেই হয়তো বিপদজনক শত্রু তৈরী হচ্ছে। যাহোক সামপ্রতিক ঘটনা নিয়ে ধারাবাহিক লিখতে চাই, ভয় নাই ফ্লাডিং করব না, আসলে চায়ের টেবিলের আলোচনা করতে ইচ্ছা হয়, বাস্তবে সেরকম সুযোগ না থাকায় দেখি ব্লগেই কতটা করা যায়। [ইটালিক]থাইল্যান্ডে ক্যু[/ইটালিক] কয়েকমাস ধরেই থাইল্যান্ডে সমস্যা চলছিল, বিরোধিদলের অনুপস্থিতিতে গত এপ্রিল-মে তে ইলেকশনের পর থেকেই অস্থিরতা চলছে।

প্রধানমন্ত্রী থাকসিনের বিরুদ্ধে দুর্ণীতির বেশ অভিযোগ আছে। কে জানে সেনাবাহিনী কতদিন ক্ষমতায় থাকবে। রাজার সমর্থনও থাকতে পারে। বাংলাদেশের পরিস্থিতির সাথে হয়তো পার্থক্য আছে আবার মিলও আছে। থাইল্যান্ডের খবর পড়তে পড়তে দেশের জন্য বেশ চিন্তা হচ্ছিল।

থাই মুদ্্রা বাহটের মুল্য বেশ পড়ে গেছে দেখা যায়। সেনাশাসন এলে অর্থনীতি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে বহির্বিশ্ব বিনিয়োগের ব্যাপারে পিছিয়ে যাবে। বাংলাদেশের পরবর্তি কয়েকটা মাস খুব গুরুত্বপুর্ন। [ইটালিক]শাবিতে মারধর[/ইটালিক] [link|http://www.prothom-alo.org/index.news.details.php?nid=NTI5|cw

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।