আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা গ্ল্যাডিয়েটরস জার্সি এবং একটি ভ্রাম্যমান বিজ্ঞাপন বিলবোড্ (billboard)

তোমার মাপে হয় নি সবাই তুমিও হও নি সবার মাপে, তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে— আজ বিপিএল দেখছিলাম। ঢাকা গ্ল্যাডিয়েটরস আর খুলনা রয়েল বেজ্ঞল। যখনি ২ দলের ক্যাপ্টেন টস করার জন্য মাঠে আসলেন। মাশরাফি র গায়ে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের জার্সি দেখে মনে হল একটি ভ্রাম্যমান বিলবোড্ (billboard) দাঁড়িয়ে আছে। তার গায়ে র বিজ্ঞাপন লোগো গুলো এমন ভাবে হাইলাইট করা হয়েছে তাকে ভ্রাম্যমান বিলবোড্ (billboard) বললে ভূল হবে না।

যেকোন দলের জার্সি তে বিজ্ঞাপন থাকবে। এটাই প্রচলিত। তাই বলে একটি জার্সি তে ৪/৫ টা কোম্পানি র লোগো সত্যি খুব বেমানান। আমাদের পাড়ায় কোনো ক্রিকেট টুনা্মেন্ট এর জন্য বাজারের বড় কয়েক টা মুদি দোকান থেকে চাদা তোলে জার্সি বানাইতাম সেখানে পযা্প্ত জায়গা না থাকা সত্তেও সেই দোকানের নাম গুলো দেয়ার চেস্টা করতাম। কিন্তু আন্তজাতি্ক ক্রিকেট টুনা্মেন্ট এর জার্সি তে ৪/৫ টা কোম্পানি র লোগো থাকা মানে বড় কোন স্পন্সর না পাওয়া তে এমন টি করা হয়েছে।

প্রাথমিক ভাবে এরকম ভাবা ভূ্ল হবে না। । একটি দলের জার্সি তে একটি কোম্পানি র লোগো সবসময় ই ভাল দেখায়। যেমন ঃ গ্রামীন ফোন,পেপসি অথবা দেশীয় বড় কোম্পানি। ( ইহা আমার ব্যাক্তিগত মতামত ) কারও অন্য মতামত থাকিলেও থাকিতে পারে।

স মালোচনা মানুষ কে সঠিক করে। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.