আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা ও ওয়াসার জল



ভালবাসা! এই শহরে পাওয়া অনিশ্চিত, যেমন পাওয়া ওয়াসার জল। দেহ সর্বস্ব- বিস্তৃত সর্বত্র, আপাদমস্তক শিরা উপশিরা, সুবিন্যস্ত পাইপলাইন- তবুও আশা নেই। সুপেয় জল! ভালবাসা! নিতান্তই দুরাশা। ওয়াসা- নগরজীবনে গড়ে ওঠা জলজ্যান্ত ধকল। শুন্য কলস, নিরলস- বাজবেই বিনা তালে।

এই আছে, এই নেই- নিত্যদিন, প্যাঁচকাটা কল- ছন্দহীন বিকল। ভালবাসা! এই শহরে ধরা ভিক্ষুকের হাতে ফুটো থালা, খুচরো পয়সা- সিকি, আনা দু'আনা; বিন্দুমাত্র জল, কিছুতেই ভরেনা। অচল সিকি সচল ব্যস্ততা- সবুজ বাতি, এক ঝটকায় আইল্যান্ড টপকে গড়ায় ভিক্ষুকের থালায়। মাঝ পথে দমকল গাড়ী, ছুটছে বেগতিক দিশেহারা- ভীষণ তাড়া। সীমাহীন পিপাসা- পুড়ছে গার্মেন্টস, আটকাপরা কমর্ী।

রাজপথে লম্বা মিছিল, বিকল দমকল বাহিনী। ভালবাসা! এই শহরে বস্তির একচালা ছাউনি ঘর, দাউ দাউ জ্বলে। একফোটা জল নেই ধারে কাছে, আক্রোশ সব উপচে পরে ওয়াসার কলে। দেড় হর্স পাওয়ারের দুর্বল মন, সুউচ্চ ভালবাসা- কাছে টানতে অক্ষম। যতই টানে নিজের দিকে, নেমে যায় উল্টো দিকে।

আভিযোগের খাতা! দুবের্াধ্য কবিতার পাতা। আসছি বলে পা দেবে না ভুলে- কারও ঘরে। ভালবাসা এই শহরে এমনি করেই জল পিপাসায় মরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.