আমাদের কথা খুঁজে নিন

   

রবিদা , জ্বলে ওঠো [রাজনৈতিক প্যাঁচাল]

পরিবর্তনের জন্য লেখালেখি

রাস্তায় নামতেই কারেন্ট চলে গেল। মফস্বলে রাত সাড়ে 9 টা মানেই ঢাকার রাত 2টা। পথ জনমানব শুণ্য, কুকুর গুলা পর্যন্ত বিরক্ত- " এত রাইতে চক্ষে লাইট মারে, মানুষ কোথাকার"!!! 1 মিনিটের পথ রবিদার পাঁচ ব্যটারির টর্চেও যখন 10মিনিটেও পার হতে পারি না , আমার ধৈর্য্যচ্যুতি ঘটে। আমার কাঁধে 2টা দশাসই ব্যাগ, বামহাতে ক্যামেরা, ডানহাতে ছাতা- আমার স্বভাব সুলভ গতির অর্ধেক গতিতে হেটেও দেখি রবিদা পিছিয়ে পড়ছেন! বিরক্ত আমি টর্চটা নিয়ে দ্্রুত হাটা ধরি! ভারমুক্ত রবিদার গতি তাতে সামান্যই বাড়ে! মাঝপথে ডানদিকে কবরস্থান, বামদিকে শ্যাওড়া তলা!!! রবিদার ইটিশ পিটিশ অসস্তি আমার ইন্ দ্্রিয় এড়ায় না! শম্বুক গতি হঠাৎ ই ম্যাগনেটিক ট্রেন হয়ে যায়! জয় বাবা মামদো! জয় মা শাকচুনি্ন! হাউসে ফিরে আমি রবিদার দিকে এই প্রথম পূর্ণ দৃষ্টিতে তাকাই! আমার ক্ষমতার সবটুকু ঢেলে দিয়ে এক প্রবল আশা ব্যঞ্জক , শক্তিমান হাসি উপ হার দেই! মনে মনে বলি, " ভূত-পেতি্ন আর কি? মানুষ সবচে' ভয়ংকর, ভূতের চেয়েও। সামনে বেড়ে যাবে সিলেকটিভ কিলিং.......... জায়গায় জায়গায় সাহায্য দিয়ে দমিয়ে রাখা জ্বালাও -পোড়াও খিদা। মিলেমিশে আগের আর পরের পেটেরা মিলবে অশালীন বনভোজনে!!! ভয় পেয়ো না রবিদা, বরং জ্বলে ওঠো! সব ভয়কে পুড়ে জ্বলে ওঠো!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।