আমাদের কথা খুঁজে নিন

   

= সংকল্প এখন

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

উম উঠা লেপের মোড়কে শীতের ভোরে এপাশ-ওপাশ করে নিদ্রা ক্লান্ত ঘোরে একালের সংকল্পরা। মিছিলের কোণ থেকে অথবা বক্তৃতার মঞ্চ, গোল টেবিলের বৃত্তিয় আংশিক কিংবা কান থেকে কানে কানাকানি; আমাদের প্রতীজ্ঞ শপথের লক্ষ্য এখন শুধুই জানাজানি। অন্তরে যার বসবাস, তারে আজ প্রবৃত্তি করেছেন ঘর ছাড়া। সেখানে বাসা বেঁধেছে উইপোকা ইঁদুর, বাদুড়, হুতোমেরা, যেমন রিফুজী লতার মসনদে সমাসীন মান্দারী কাঁটা। বিদূষী অন্তরের জোয়ারী ঐতিহ্যে পড়েছে নিদারুন ভাটা। সংকল্প মানে কর্ম সম্পাদন সংকল্প মানে ফলাফল দর্পন সংকল্প মানে উজাড়িত দেহ-মন। আমার শিকড়ী সংকল্পভূমে যখনি দাঁড়াই ছায়াবীথি আর মায়া-মমতার ছোঁয়া পাই ঊধের্্ব মহীরূহ গগণায়িত মহারূপ শপথিত আলোক-মানব হৃদয় থেকে কর্মে, সাফল্যে। হায়! আদর্শ পতিত যুগ এখন সংকল্পেরা জন্ম নেয় মুখে মুখে সুতীব্র বেগে ছোটে দেহ থেকে দেহে লেগে থাকে শুধু চর্মে- অন্তরে প্রবিষ্টে না নির্যাস তার, সজ্জিত রক্ত-মাংস-অন্তরাত্মারা কপটতার বর্মে। 10.09.2006 রাবওয়া, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.wvculture.org/arts/Artworks/summer03/photos/PROMISE-200.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।