আমাদের কথা খুঁজে নিন

   

জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি?

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

[ইটালিক] আমরা ব হু নামে ধরা ধামে কতোই রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল কেউ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহবান , তোমায় কেউ খোদা, কেউ যীশু কেউ কয় পাপিয়ান । আমরা সর্ব শাস্ত্রে শুনিবারে পাই, দয়াল তোমার পিতামাতা নাই তোমার নামকরন কে করেছে সাঁই বইসা ভাবি তাই .... তুমি নামে কি অনামে গো সাঁই আমরা তার বুঝিবো কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? [/ইটালিক] *********************************** বিজয় সরকারের গান । বিজয় সরকার প্রথম কবে শুনেছিলাম এখন আর মনে করতে পারছিনা । যদি ভূল না হয় , আমার শোনা বিজয় সরকারের প্রথম গানের ক'টা লাইন ছিলো: [ইটালিক] কেউ বলে আছে খোদা কেউ বলে নাই আমি বলি থাকলে থাকুক না থাকিলে নাই । [/ইটালিক] কার কাছে শুনেছিলাম ? একটা সময় পর্যন্ত গ্রামের সাথে যোগাযোগ ছিলো ।

অন্ত:ত প্রতি বৈশাখে যাওয়া হতো , সুনামগঞ্জের ভাটি অঞ্চলে নানা বাড়ীতে । আমার এক নানা ছিলেন বাউল । শিল্পী শফিকুন্নুর । বাড়ীর উঠোনে তার আখড়া । সন্ধ্যেবেলা বসতো আসর ।

পাশের গ্রাম উজান ধল থেকে আসতেন শাহ আব্দুল করিম । না তখনো হুমায়ুন আহমদ আর ঢাকার রাক্ষস রা তার হাড় চিবোনো শুরু করেনি , রাজধানীর স্যারেরা তার নামই জানতেন না হয়তো । তবুআব্দুল করিম ভাটি অঞ্চলের লক্ষ মানুষের কাছে সেলিব্রেটি অনেক আগে থেকেই । এমনকি শেখ মুজিবুর রহমানকে ও 70 এর নির্বাচনে ভাটি বাংলায় গিয়ে ভোট চাইতে হয়েছিল -- আব্দুল করিমকে সাথে নিয়ে! যা হোক হয়তো ওঁদের কারো কাছেই শুনেছিলাম । প্রবাসে নেট ভরসা ।

খুঁজছিলাম বিজয় সরকারের কোন গান পাই কিনা । এবং পেয়ে গেলাম । আগ্রহী কেউ শুনতে পারেন : [link|http://www.esnips.com/doc/99cd771c-9282-4564-80e4-b6b612f956ac/doyal-tomar-asol-nam-ta-ki.mp3| weRq miKv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।