আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিকোডে ব্লগাই যারা -

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

এইটা বিজ্ঞাপন না। বড়জোর নিউজ বলতে পারেন। সামহয়্যারে আসার আগে থেকেই ব্লগস্পটে ব্লগাই। ওখানে সুবিধা হলো- ইউনিকোডে ব্লগানো যায়, বাংলাতেই। ( কেউ যদি এখন আওয়াজ দেন ইউনিকোড কি? বা এর সুবিধা কি? তাহলে একটু অপেক্ষা করেন, আমি আগে আমার কথা শেষ করি।

) পরিচিত বেশ কয়েকজন ভালো ব্লগার আছেন, যারা শুধু ইউনিকোড নয় বলেই সামহয়্যারে লিখেন না। তাদের সেই অসাধারণ পোষ্টগুলা তাই বেশির ভাগেরই চোখে পড়ে না। ইউনিকোডে যারা ব্লগিং করেন, সামহয়্যারের মত কমন প্ল্যাটফর্ম নেই বলে তারা নিজেরাও ঠিক বেশিরভাগ ইউনিকোড ব্লগের খোঁজ জানেন না। সুতরাং সেখানে ব্লগিংটা সীমাবদ্ধ হয়ে যায় নিজেদের পরিচিতদের মধ্যেই। এসব কারণে ইউনিকোড ব্লগারদের জন্যে কমন একটা প্ল্যাটফর্ম করার চিন্তা মাথায় আসে।

এবং সেটা বাস্তবায়নের জন্যেই বানালাম এই [লিংক=যঃঃঢ়://নধহমষধঁহরপড়ফব.নষড়মংঢ়ড়ঃ.পড়স/]বাংলা ইউনিকোড[/লিংক] ব্লগ। কি আছে এখানে? বাম পাশে আছে ব্লগরোল, সেখানে প্রায় সমস্ত বাংলা ইউনিকোড ব্লগের ঠিকানা আছে। কিন্তু তার চেয়ে জরুরি কথা হচ্ছে, প্রতিদিন যে ব্লগগুলো আপডেট হয়, সেই আপডেটেড ব্লগ তাদের পোষ্টের কিছু অংশ সহ অটোমেটিক্যালি এই ব্লগে চলে আসে। সুতরাং, যারা একটা পেজে এসে দেখতে চান যে আজ কোন কোন ব্লগ আপডেট হলো- তারা এখানে আসলেই সেই খোঁজ পেয়ে যাবেন। তারপর ইচ্ছেমতন চলে যেতে পারবেন পছন্দের ব্লগ বা আর্টিকেলে।

লিংকটি আবারো দিলাম: http://banglaunicode.blogspot.com/ অথবা ক্লিক করুন এখানে: [লিংক=যঃঃঢ়://নধহমষধঁহরপড়ফব.নষড়মংঢ়ড়ঃ.পড়স/]বাংলা ইউনিকোড ব্লগ[/লিংক]। আমরা যারা ইউনিকোডে ব্লগাই- তাদের জন্যে এই ব্লগটা খুব কাজে লাগবে, এই আশাই করছি। এইবার পুরোনো কথায় আসি- যারা ইউনিকোড নিয়ে জানতে চেয়েছিলেন- ক্লিক করুন [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/শড়হভঁংরধংনষড়ম/ঢ়ড়ংঃ/9531]এখানে[/লিংক]। খবর শেষ হলো। এবার শুরু হবে ধারাবাহিক ব্লগিংয়ের বাকি অংশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.