আমাদের কথা খুঁজে নিন

   

মায়ামি ভাইস: যত গর্জায় ততই কি বর্ষায়?

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

দেখতে গেছিলাম লাগে রাহো মুন্না ভাই। বড় পর্দায় হিন্দি ছবি দেখাটা আমার কাছে অপচয় বলে মনে হয়। কিন্তু মুন্না ভাই আসতে না আসতেই অনেক প্রশংসা শোনা হয়ে গেছে। গত মংগলবারদিন পরিচিত কজন বন্ধুদের সবাই ফ্রি। একসাথে সবার [ইটালিক] কাজ ছাড়া দিন [/ইটালিক] সব সময় পাওয়া যায় না।

সুতরাং আগ বাড়িয়ে প্রস্তাব করলাম, একটা মুভি দেখতে যাওয়া হোক। রাজি হলো সবাই। কোন মুভি, সেটা ভাবা শুরু করার আগেই দলের রমণীকূল কিচির মিচির করে উঠলেন, লাগে রাহো মুন্না ভাই দেখতে হবে। হবেই। অতএব, কি আর করা, ঢেঁকি গেলো।

গিললাম। খুব ছুটোছুটি করে গেলাম সিনেমা হলে, দাঁড়ালাম চীনের প্রাচীরের সমান লম্বা একটা লাইনের পেছনে। সে প্রাচীর বেয়ে যখন কাউন্টারের সামনে যাবার সৌভাগ্য হলো, জানা গেলো, [গাঢ়] টিকেট নেই! [/গাঢ়] হাউস ফুল। সব টিকেট সোলড আউট। অন্য কি একটা হিন্দি ছবি যেন চলছে।

সবাই সেটাই দেখতে চাইল, আমি কঠিন মুখ করে না করলাম। (এই সুযোগ কেমনে ফেলি!) চট করে বললাম gvqvwg fvBm দেখব। একটাও ট্রেলার দেখিনি, কেমন হয়েছে কিছুই জানি না, তবু [link|http://en.wikipedia.org/wiki/Miami_Vice|cy

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।