আমাদের কথা খুঁজে নিন

   

১৯৫২ যা পারেনি, তাই পারবে ২০১৩

inveterate to Create

"ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে" গানটা রচিত হয়েছিল ১৯৫২ সালের পটভূমিতে। সে সময় ভীনদেশিরা আমাদেরকে বোবা করে রাখতে চেয়েছিল। জোর করে আমাকে-আপনাকে কন্ঠ প্রতিবন্ধী বানিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু, সেবার ওরা পারেনি। ভেবেছিলাম, আর কোনদিন কেউ আমাদের জবান আটকাতে পারবে না।

কিন্তু, ধারনাটি ভুল হয়ে যাচ্ছে। ১৯৫২ যে কাজটি করতে পারেনি, সে কাজটি ২০১৩ পারবে। এবং কাজটি করবার জন্য প্রয়োজনীয় প্রায় সব বন্দোবস্তই করা হচ্ছে। ২০১৩ সাল থেকেই মোটামুটি শুরু হয়ে গেল ফেসবুক-ব্লগের উপর কটাক্ষ দৃষ্টিপাত। চলছে, বিভিন্ন আইসিটি আইনের প্রয়োগ এবং ঘষামাজা।

যেখানে মানুষ মন খুলে প্রাণের কথা বলবে, সেখানে আজ তাদের মুখকে আটকে দেওয়া হল অস্পষ্ট একটা আইনের জিপার দিয়ে। আজ এরা শুরু করছে, কাল অন্যরা শুরু করবে। প্রতিনিয়ত এভাবেই চলতে থাকবে আমাকে আপনাকে বাকরুদ্ধ করবার প্রতিক্রিয়া। আসুন, এখন থেকেই রুখে দাঁড়াই। নইলে, একটা সময় এমন হবে যে - সদ্য জন্ম নেওয়া প্রতিটি শিশুর মুখেই কালো টেপ পেঁচিয়ে দিতে হবে, যাতে তারা জন্ম থেকেই মনের কথাগুলো বলতে না পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.