আমাদের কথা খুঁজে নিন

   

35 বছরের বস্তাপঁচা ইতিহাস কেন ঘাটতেসি???????

পরিবর্তনের জন্য লেখালেখি

কাজী ইফতেখার আলম নামের একজন ব্লগার অজ্ঞেয়বাদীর পোস্টে এই প্রশ্ন তুলেছেন। দেশ ও জাতির জন্য মেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন!!!! ব্লগে এটা প্রমাণিত সত্য যে আমি গালিগালাজের প্রচন্ড বিরোধী। সুতরাং , কা . ই. আ. নিশ্চয়ই বুঝবেন , আমি আশা করি, যে আজাইরা প্যাঁচাল পেড়ে দেশ ও জাতির উন্নয়নের চাকা স্লো করাটা আমার উদ্দেশ্য না!!! মন দিয়া পড়েন, আমাদের নিয়্যৎ খুব ভালো আসলে!!! আপনার বা আপনার মত আরো অনেকের রাজনৈতিক পছন্দ কি হবে সেটা ব্যক্তিগত অভিরুচি হিসাবে মানি । কারো জামাতকে ভালো লাগে, আমাদের মোটেই ভালো লাগে না। কোথাও , বুঝাবুঝিতে একটু পার্থক্য হচ্ছে।

তো আমরা নাদান , ঐটাই একটু খতিয়ে দেখছি যে জামাতকে কেন পছন্দ হচ্ছে না। আফটার অল , অন্য সব দলের চেয়ে এরা অনেক বেশি ধার্মিক, সৎ, টাকা পয়সাও বেশি, বাইরের চাচাদের খাস আশীর্বাদ নিয়ে চলে, নারী নেতৃত্বের মত আস্তাগফেরুল্লা মতাদর্শে বিশ্বাসী না, চামে চিকনে ম্যাডাম আর আপার আঁচলে ধরে একবার ক্ষমতায় যেতে পারলেই এইসব বেহুদা বেপর্দা বেগানা জানানাদের লাত্থি মেরে ফেলে দেওয়া হবে [ ও শিয়াল, মোনাফেকের সং গা টা জানি কি ছিল?] তো এই পছন্দ না করতে পারাটা আমাদের খুব ভাবিত , ভীষন বিচলিত করেছে। জামাতই একমাত্র দল যেটা একক ভাবে একবারও দেশ শাসন করে নাই.......সত্যি এই দলটার জন সমর্থন দেখলে হিংসা হয়!!!! আমরা চিন্তা করছি, আগামী নির্বাচনে এই জামাতকেই আমরা একক দল হিসাবে জিতায় আনবো। মাগার , ঝামেলা হলো যে, আমরা , এই মূর্খরাও মার খেতে খেতে একটু সাবধান হয়ে গেছি। তাই কার হাতে দেশ তুলে দিতে যাচ্ছি, এইটা স্পষ্ট ভাবে বুঝার জন্যই .........জামাত কি, জামাত কে, কিভাবে তাদের জন্ম , জন্মের পর থেকে তারা কখন , কোথায় , কি করেছে..........এই সব নিয়ে একটু ঘাটাঘাটি করছি!!! আপনি যদি চাকরী করেন, তাহলে দেখবেন যোগ্য ক্যান্ডিডেট বাছাই করার আগে সিভি নামক একটা বস্তু দুষ্টু মালিকরা চুলচেরা বিশ্লেষন করতে থাকে।

গণ তন্ত্রে ক্ষমতার মালিক নাকি জনগণ । তাইলে আমরাও তো মালিক, তাই না? এই জন্যই একটুসিভি নিয়ে ঘাটাঘাটি করছি। আবার সিভিতে অনেকে মিথ্যা তথ্য পরিবেশন করে [ ছিঃ , কি দুষ্টু] । তাই যাচাই বাছাই এর কাজ টাও করা লাগে। ও হ্যাঁ।

আমরা না, ভীষন খারাপ , জানেন? আমাদের চরিত্র না জামাতের মত স্থির না। 35 বছর আগেও যাদের ওরা শত্রু ভেবেছিল, এখনও তাদের শত্রুই আছে । তাদের বাসায় থেকেও, তাদের খাবার খেয়েও, তাদের বিরুদ্ধেই গান গায়........থুককু........কেরাত পাঠ করে। কিন্তু আমরা না ঐ রকম না। এই যেমন ধরেন , আমার কথাই বলি।

ব্লগের কেউ কেউ আমার দুই চক্ষের বিষ, কিন্তু প্রশ্নটা যখন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম অথবা জামাত বিরোধিতা, আমি এবং আমার মত অনেকেই তাদের সাথে মাঠে নেমে পড়বে নিদ্্বর্িধায়.......[ এইটারে কয় চরিত্রহীন, কি কও শিয়াল? নো ওয়ান্ডার , নব প্রজন্ম আমাদেরকে বিশ্বাস করে না, জামাতকে করে] হায় হায়, এই টা ত আপনার সংগে মিলে গেল। আরে ঐ যে, দেশের জন্য মিলে মিশে কাজ করার ব্যাপারটা । আমরাও তো দেখি চক্ষের বিষ, বালি, মনের শত্রুদের সাথে হাত মিলাই যখন বাংলাদেশের আপামর জনতার স্বার্থ সামনে থাকে। তবে বাপের খুনি আর মায়ের ধর্ষকের সাথে মিলতে পারি না, 35 বছর পরে যারা মুখোশ লাগিয়ে দেশ শোষন করে , তাদের চিনে নেওয়ার চেষ্টা করি এই আশায় , যদি কোনদিন সুযোগ পাই পরিস্থিতি বদলানোর!!!!!! কি করবো বলেন, চরিত্রহীনতার সীমাবদ্ধতা তো কিছু থাকেই!!!! ঈমানের মাজা শক্ত হয় নাই , নাইলে দেশ টেশ ভুলে কবেই ..................... আচ্ছা , তাহলে তো আমরা মতের দিক থেকে খুব একটা ভিন্ন না। সবাই বাংলাদেশের ভালো চাই।

মিলে মিশে উন্নয়ন থুককু মিলেনিয়াম ডেভেলপমেন্ট আনতে চাই। শত্রুতারও কিছু নাই। আসেন , তাইলে , মারামারি বাদ দিয়ে সবাই লিখি। ঠিকাছে না, বদ্দা, কি কন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.