আমাদের কথা খুঁজে নিন

   

গানের কষ্ট, কষ্টের গান

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

1. আজকে মনটা ভালো ছিলো না। না, বালিকাবিষয়ক কুচিন্তা করছিলাম না, বিশুদ্ধ ব্যবহারিক অর্থে মন খারাপ ছিলো। স্মৃতিতাড়িত হয়ে বসে ছিলাম সন্ধ্যাবেলা। অঃরঃপিঃর একটা পোস্ট পড়লাম রাতে, আরো মন খারাপ হলো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।

যুদ্ধ তো করে যাই, ফুলেরা চুপচাপ মরে যায়। চোখ ভিজে আসে, যখন মনে হয় আমি নিযুত ফুলের শবদেহের পাশে দাঁড়ানো ব্যর্থ যোদ্ধা। আলেকজান্ডারের সৈন্যরা শতদ্রুর তীরে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠেছিলো, সম্রাটের কান্নামাখা ভর্ৎসনা শুনে, আমাদের কোন সম্রাট নেই, কোন আলেকজান্ডার নেই, আমরা বিব্রত, বিক্ষত, লজ্জিত ব্যর্থ যোদ্ধা, আমাদের ফুলেরা শুধু মরে যায়। নিজেদের নিয়ে এতটুকু শিখতে, এতটুকু গৌরব করতেও আমাদের কেন এত লজ্জা? আমি আশা করি না, বিশ্বাসঘাতকের সন্তানেরা এই দেশের গৌরবের ভাগীদার হবে। এই যে গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, দেখেছি আমার বাবাকে কাঁদাতে।

ছোট ছিলাম, আমার বাবা আমার কাছে বিরাট মানুষ, কখনো দেখিনি কাঁদতে, ভয় পেয়ে গিয়েছিলাম। এই কান্না সঞ্চারিত হয়েছে আমার মধ্যেও, ছোট ছোট টুকরো টুকরো ঘটনার বর্ণনা শুনে, কী ভয়ঙ্কর কষ্ট, স্বপ্ন আর ভালোবাসা জড়ানো এক একটা দিনের বর্ণনা, ভাই, খুব বেশি কিছু তো লাগে না নিজেদের ভালোবাসতে। ফুলকে বাঁচানোর যোদ্ধা তৈরি হয় পরম্পরায়। 2. মনটা আরও খারাপ ছিলো ব্যক্তিগত কিছু কারণে। নজরুল সঙ্গীত গাইছিলাম।

তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া আসিবো তখন, তোমার বক্ষে দুলিতে। বাতাস হইয়া জড়াইবো কেশ, বেণী যাবে যবে খুলিতে। কী নিষ্করুণ, অসন্তপ্ত প্রতিশ্রুতি, রেখে যাবার, ফিরে আসার, বেঁচে থাকার। এই একটি গানই তো যথেষ্ঠ নজরুলকে ভেতরে স্থান করে দেয়ার জন্য। জানি না কেন, সব কষ্ট দ্রব হয়ে গেলো গানটা গাইতে গাইতে।

কত কাল পর শব্দ করে কাঁদলাম। মাঝে মাঝে মনে হয় স্থবির হয়ে যাই নজরুলের মতো। এই অশান্ত সময়ে সুস্থ হয়ে বেঁচে থাকা বড় কষ্টের। 3. ভালো থাকুন সবাই। একটু পরেই ভোর হবে।

আপনাদের সবার মঙ্গল কামনা করে ঘুমাতে যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.