আমাদের কথা খুঁজে নিন

   

অজানা গানের বিস্তারিত খুজে বের করুন অণলাইনে ,খুজে বের করুন গানের গায়ক,অ্যালবাম আর টাইটেল

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

প্রথমেই সোজা বাংলায় বলি এই সার্ভিসটি নিয়ে।মনে করুন মাঝে মাঝে কোন গান খুজে পান কম্পিউটারে যেই গানের কিছুই জানেন না কিন্তু গানটা ভালো লেগেছে ।উদাহরন দিয়ে বললে যেমন আজকে আমি একটা ইংলিশ গান কম্পিউটারে চালু করেছি যেই গানের কে গায়ক টাইটেল টা কি বা এ্যালবামের নাম কি কিছুই জানিনা কিন্তু জানতে ইচ্ছা করছে।আর এই জানার আগ্রহ থেকেই আমার এই পোস্ট । AudioTag.info হচ্ছে এমন এক সার্ভিস যাতে আপনি যেকোন গানের কিছু অংশ বা পুরো গানটা আপলোড করে দিলে তা সাথে সাথে আপনাকে গানটার গায়কের নাম এ্যালবামের নাম এবং টাইটেল সহ জানিয়ে দিবে।তাহলে চলুন শুরু করি।প্রথমে এই লিংকে http://www.audiotag.info/ ক্লিক করে Audiotag.info তে জান তারপর আপনি যেই গানের বিস্তারিত জানতে চান সেই গানের কিছু অংশ বা পুরো গানটা আপলোড করে দিন তারপর আপনাকে সাথে সাথে জানিয়ে দিবে এই গানের টাইটেল,গায়ক বা এ্যালবামর নাম। এই লেখাটি পূর্বে আমার নিজস্ব ব্লগে http://mytechnotice.blogspot.com/ প্রকাশ করা হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।