আমাদের কথা খুঁজে নিন

   

কয় ছার নামের টিচার



নতুন এক কুতুব টিচারের আমদানী হয়েছে। এই টিচারের পাঠদান পদ্ধতি চমৎকার। বইয়ের শেষ পৃষ্ঠা থেকে পড়া শুরু করতে হবে, আস্তে আস্তে প্রথম পৃষ্ঠার দিকে আসতে হবে। কয় ছার নামের এই টিচার এই নতুন মত প্রসব করেছেন। এখন কয় ছার সাহেব বলছেন, কয় ছারকে কয় ছার নামে ডাকা যাবে না।

ভুলেও আপনারাও ওনাকে কয় ছার নামে ঢাকবেন না। রাজাকারকে রাজাকার বলা যাবে না, কুত্তাকে কুত্তা বলা যাবে না, কুত্তাকে তাহলে কি নামে ডাকা হবে, কুকুর সাহেব? এটাও পরিষ্কার করে বলছেন না। কয় ছার সাহেব নামের টিচার, প্যাচ লাগিয়ে ফেলেছেন। ওনার মতবাদটা হয়ে গেছে, মদবাদ। মদ্যপের একটা মতবাদ বা মদবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।