আমাদের কথা খুঁজে নিন

   

মুদ্রা-(2)

শিল্প,সাহিত্য,সংস্কৃতি ও ডিজাইন

মুদ্রা - 2 ক্যান সে আমারে এত বেশী পুড়ায় কও দেখি আমারে সেতো কোন দিন পুড়ে নাই এ তুষের আগুনে ধীরে ধীরে। অসতর্ক অবুঝ শিশুর মত কি আগ্রহে দেশলাইর শলা ঘষেছ আমার বুকের গভীরে তুমিতো কোন দিন বুঝবে না মোম মাখানো কাঠি কিভাবে পুড়ে ধীরে ধীরে। মোম ভালবাসা কোন দিন বুঝ নাই তুমি বুঝেছ সংসার, মোহ আর শরীরের ক্ষিদে সব পাথরে পাথর ঘষে কখনও কখনও জ্বলে না আগুন কিন্তু এখানে শুধু আগুনেই জ্বলে হৃদয়ের অতল তলে। সকালের শেয়াল যেমন শেষ কামড় দেয় মৃত পশুর মাংসে ভালোবাসার অভূক্ত পবিত্রতা ছিলোনা তার চেয়ে বেশী? বাজারের সসত্দা মেয়ে মানুষ তাদেরও ধর্ম থাকে একটা অলিখিত মুদ্রার চুক্তি কি অচেনা বৃক্ষ তুমি জগৎ সংসারে থুথু চিঠাই আমি তোমার বুকের ফুলদানিতে তুমি পৃথিবীতে এখন থুথুর চেয়ে ঘৃণার এক অচল মুদ্রা পড়ে থাকা ডাস্টবিনের নোংরাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।