আমাদের কথা খুঁজে নিন

   

প্লেটোনিক প্রেমে হারিয়েছি সব নেশা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

মন প্লেটনিকের ধুয়ো তুলে বোঝাল কত তত্ত্ব্ব কথা, চেয়ে চেয়ে দেখলাম বিবাহের আচার অনুষ্ঠান, সে হয়ে গেল অন্যের বিয়ে করা দেহ প্রদানী নারী । হাতের মুঠোয় সিদ্ধির শুকনো পাতা ধরেই প্লেটনিকের ভব রাজ্যে সে কি সম্মান আমার, লাগলোনা শুকনো পাতার পুরিয়া, গাঁজার নেশা তো পার্থিব, প্লেটনিক সে জগতে তখন তো অতি সম্মানী ব্যক্তি আমি। এদিকে পার্থিব দু'চোখের তলে জমে ওঠা কালচে চর্ম বেয়ে যে অনভ্যাসী জল ধারা ক'ফোটা সে তো আমার পার্থিব আর প্লেটোনিক প্রেম জগতের সীমানা নির্ধারী নির্ঝর তখন। কি তীব্র প্রাপ্তির কুয়াশা কুয়াশা আনন্দ ভব ভাবনার সুন্দরে, কালান্তরের ইতিহাসে কত প্লেটোনিক প্রেমিকের পদচারণার দাগ আর অসমাপ্ত পার্থিব দেহতান্ত্রিক প্রেমের পূর্ণতা পূরণে গড়া ছায়াছবির আর্কাইভ সদ্য নাগরিকত্ব পাওয়া আমার সে প্লেটোনিক ভব রাজ্যের পথে পথে। ক'জনা পারে কামনা বাসনা , দেহ লালসার জাল ছিড়ে প্লেটোনিক প্রেমের সে মুক্ত জলে অবাধে সাঁতরাতে? পারলাম আমি, এই ধারনায় প্লেটনিক সে রাজ্যে হলাম সুখ বিহারী।

প্রেমিকার টিমটিমে আলো জ্বলা জানালায় চেয়ে দেখলাম বাসর এর কৃত্রিমতা। পূর্ণ চন্দ্রের আঁধার ছেড়া রাত ছিল সেদিন। প্রিয়ার দেহ বিসর্জনের অদেখা দৃশ্যের সত্যতাও চন্দ্রালো হাসি আমার চোখে মুখে। প্লেটোনিক জগতের শুভ্র মায়ায় সমাচ্ছন্ন তখন। কিন্তু সময় পূর্ণিমা হতে ধীরে ধীরে চলে যায় অমাবশ্যায়।

প্লেটনিক জগতের স্থায়ীরা একদিন পাহুন বেশে অন্নধ্বংসী অকর্মন্য আমাকে লাথি মেরে জানিয়ে দেয় বিদায়। সীমানার মাঝে সে কান্নার জল শুকিয়ে গেছে কবেই, শুকনো চরের বালু তপ্ত অতীতের ছোয়ায় খুড়িয়ে খুড়িয়ে অনাহারে পার্থিবে ফিরে আসি নিচু করে মাথা মুখ। অনাহারী মন কষ্ট কুড়ে কুড়ে খেয়ে বেঁেচ থাকে কোনমতে। প্রিয়া বিচ্ছেদের সত্যতার সব স্মৃতি ঘিরে ধরে , খামচায় অস্থিমজ্জায় নখর অঙ্গুলি দিয়ে। তখন প্লেটোনিক জগতে ফেলে আসা অব্যবহৃত শুকনো সিদ্ধির পাতা কুড়াতে ফিরে ফিরে যাই বন্ধুর পথ মাড়িয়ে লাথিগুতোর সে রাজ্যে ।

সীমানার এপারে ওপারে কোথাও কেউ নেই আমার , কেউ ফিরিয়ে দেয়না আমার কোন হারিয়ে যাওয়া অতীত , না নেশার শুকনো পাতা না আমার প্রিয়ার মুখের সেই ভাললাগা হাসি আমার জন্য। [আন্ডার]25/08/06[/আন্ডার] [ইটালিক](ভাব এসেছিল গতকাল রাতে নিদ্রার কাছে আত্মসমর্পনের সন্ধিক্ষণে শেষ প্রহরে...সকালেও ছিল সে ভাব , তাইতো কবিতা হয়ে ঝরে পড়ল )[/ইটালিক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।