আমাদের কথা খুঁজে নিন

   

আকাশী স্বপ্ন

একদিন তোর কথা শুনবে নদি...

এটা স্বপ্ন নয়। চোখ বড় বড় করে সে তাকিয়ে আছে ঝর্ণার জলে। মাথার উপর রাজ্যের উন্মাদনা। ভেঙ্গে ভেঙ্গে ছড়িয়ে যাচ্ছে। আঁকা-বাঁকা সরু পথ ধরে ছুটে চলেছে জল হয়ে।

ধরা সে যায়না...। এর পরেই ভাসে তার ছায়া। কাঁপা কাঁপা। এর স্বাদ মিষ্টি হবার কথা; মিষ্ট নয়। নোনতাও নয়।

ঠান্ডা। শুভ্রতা আনে মাঝে মাঝে, মাঝে মাঝে ঘোর অমাবস্যা। এটা নীলও নয়। বেদনা। গভীরতার খরতা নেই।

খেয়ালীপনায় জেগে আছে তার কিছু রঙ। সে বড় বড় চোখ মেলে বিস্মৃত হয়। এরও সীমারেখা আছে? সে নিঘর্ূম রয়, মধ্যরাতের রাখাল হয়ে। যতদূর ভেসে ভেসে যাওয়া যায়। মোহনা'র স্বপ্ন তার ভালোবাসা জুড়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।