আমাদের কথা খুঁজে নিন

   

জিহবা টানিয়া ছিড়িয়া লইবা ---ইটা তো ক(খ)সাইয়ের কা(খ)ম



সিলডি বন্ধু মোক কছে , খিতা লিখছুইন, বাক্কা বালা খরিয়া লেখুইন। এমন লিখা লিখুইন যেন খলম ছিড়িয়া যায় । ইতার মাঝে আর এখ খবর শুনিয়া মনটা খারপ হই গেছি গি। সিলড শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের শিবির প্রফেসার মুহাম্মদ জাফর ইকবালরে ধমক মারিয়া নাকি খইছে জিহবা টানিয়া ছিড়িয়া লইবে। ই রকম মাত শুনিয়া মনটা বড়ই পেরেশান । ইটা তো ছাত্রর খাম না । ইটা তো খসাইয়ের কাম। খসাইয় এই খাম করে মানুষের লাগিয়া ) তোমরা এই খাম খার লাগিয়া খরতে চাও। অ পূয়ারা তোমারা না মাত "সৎ লোকের শাসন চাই" ।তেউ ও ভিসি ও তেউ কি সৎ নি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।