আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংকে টিএন্ডটি ইনকামিং ফ্রি : গ্রামীণফোন একটেলের ঘোষণাও আসছে

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

যুগান-র রিপোর্ট দেশের তৃতীয় বৃহৎ মোবাইল অপারেটর 'বাংলালিংক' টিএন্ডটি ইনকামিং ফ্রি করার ঘোষণায় অন্যান্য অপরেটররা কিছুটা চাপে পড়েছে। তবে দেশের প্রধান দুটি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন (জিপি) এবং একটেলের কর্মকর্তারা বলেছেন, টিএন্ডটির সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তির পর মোবাইলে টিএন্ডটি ইনকামিং তুলে দেয়া হবে। আরেকটি সূত্র বলছে, ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে যে কোন মুহূর্তে মোবাইলে ইনকামিং ফ্রি'র ঘোষণা অন্যান্য অপারেটররা দিতে পারে। দেশের সবচেয়ে বড় অপারেটর জিপির মহাব্যবস্থাপক (ইনফরমেশন) ইয়ামিন বখত যুগান-রকে বলেছেন, আমরাও টিএন্ডটি ইনকামিং চার্জ তুলে নেব। তবে টিএন্ডটির সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তির পর।

একটেলের মার্কেটিং বিভাগের প্রধান আসিফ ইকবাল বলেছেন, বিষয়টি একটেল পর্যবেণ করছে। একটেলের প্রায় 5 লাখ গ্রাহকের টিএন্ডটি সংযোগ সুবিধা আছে। রাজস্ব ভাগাভাগি চুক্তির মাধ্যমে মোবাইলের ইনকামিং চার্জ তুলে নিতে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এটব) কয়েক মাস আগে উদ্যোগ নিয়েছিল। এর ফলে ওই চুক্তি স্বারের ব্যাপারে টিএন্ডটি এবং অপারেটরদের মধ্যে একটি সমঝোতাও হয়। সমঝোতা অনুযায়ী টিএন্ডটি মোবাইল অপারেটরদের ইনকামিং কলের জন্য প্রতি মিনিট 70 পয়সা এবং অপারেটররা টিএন্ডটি ইনকামিংয়ের জন্য প্রাথমিকভাবে 40 পয়সা পাবে।

2009 সালে এই চার্জ সমান করা হবে। এই প্রস-াবটি এখন অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। সংশিষ্ট একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, টিএন্ডটি মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করলেও চুক্তি না থাকায় একটি পয়সা দেয় না। এখন এই চুক্তি ছাড়া টিএন্ডটি ইনকামিং চার্জ তুলে দিলে হয়তো ওই চুক্তি আর সরকার করবে না। এখন জিপির পোস্ট পেইড গ্রাহকরা টিএন্ডটি ইনকামিং 5 মিনিট এবং একটেল 7 মিনিটের জন্য কোন চার্জ নেয় না।

এরপর প্রতি মিনিটের জন্য এক টাকা করে চার্জ নেয়া হয়। তবে চালুর পর থেকে টিএন্ডটি ইনকামিংয়ের জন্য কোন চার্জ নিচ্ছে না টেলিটক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.