আমাদের কথা খুঁজে নিন

   

দাড়ির ভূগোল, ভূগোলের দাড়ি

লেখার চেয়ে পড়ায় আগ্রহী। ধার্মিক, পরমতসহিষ্ণু।

দাড়ি রাখা নবি-রাসুলদের রীতি। দাড়ির পরিমাণ-প্রকৃতিও তাই ফিকহি গ্রন্থের আলোচনার বিষয়। কিন্তু এই দাড়ি-বিষয়ক নানা প্রবণতার নিরিখে পৃথিবীর নানা প্রান্তে নানা রকমের অভ্যাস দাঁড়িয়ে গেছে।

দাড়ি রাখা-না-রাখা নিয়ে ভূগোলভেদে ধর্মীয় ভাববোধেও পার্থক্য তৈরি হয়। দেখা যাক তাহলে তা কী রকমের: মিশরের ব্রাদারহুড-এর নেতা হাসান আল-বান্নার দাড়ি শুধু গালেই জড়িয়ে ছিল, প্রচারিত নানা ছবিতে তা-ই চোখে পড়ে। তা বুক পর্যন্ত ছড়িয়ে ছিল, এমন ছবি চোখে পড়ে না। সাইয়েদ কুতুব, ‘শহিদ’ বলে যাকে প্রায় সবাই অভিহিত করে থাকেন, তার ব্রাশকাটিং/ ফ্রেন্সকাটিং দাড়ির ছবি আছে। যেমন আছে শুধু হিটলারি গোঁফ সমেত ছবি।

এ-বিষয়ে উম্মুল কুরা ইউনিভার্সিটির এক বাঙালি শিক্ষার্থীর স্মৃতিকথন উল্লেখ করার মতো। সেই শিক্ষার্থী পত্র-পত্রিকার মাধ্যমে সাইয়েদ কুতুব সম্পর্কে অবগত হয়। সাইয়েদকে নিয়ে তখন আরব-বিশ্বের ধর্মীয় মহলে একেবারে তোলপাড় চলছে। তিনি তখন জীবিত। তার লিখিত যে বইগুলো বাজারে পাওয়া যায়, তাও কিনে পড়া হয়েছে।

সাইয়েদ সম্পর্কে তার মনে অগাধ ভক্তি। হঠৎ শুনতে পায়, তারই বিশ্ববিদ্যালয়ে সাইয়েদের আগমন হবে। বাঙালি শিক্ষার্থী বেশ উদ্বুদ্ধ হয়। যাক, তাহলে চর্মচক্ষে একজন বিশিষ্ট আলেমে-দীন ও বুজুর্গকে দেখা যাবে! নির্দিষ্ট দিনে ও সময়ে সাইয়েদের আগমন ঘটে। কিন্তু তার মুখমণ্ডল দেখে সে হতাশ হয়।

বাংলাদেশ বা ভারত উপমহাদেশের রীতি-মেতাবেক তার কোনো ধর্মীয় বেশভূষা নেই। না, এ জন্য সে শিক্ষার্থী অবশ্য তাকে ধর্মের আওতা থেকে খারিজ করে দেয় নি। ইসলামের দায়ী হিসাবে তাকে আজও গণ্য করে, শ্রদ্ধা করে। এ বাঙালি শিক্ষার্থীর আবার জীবনের শুরু থেকেই লম্বা দাড়ি! এখানে সুদানি এক শায়খের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। কুরআনের সাত কেরাতের ব্যাপারে তার প্রায় আঠার বছরের সাধনা।

বাংলাদেশে তিনি কিছুদিন ছিলেন বিভিন্ন এনজিও কর্তৃক পরিচালিত নানা মাদরাসায়। তাকে মোটা অঙ্কের বেতনে এনজিও’র প্রশাসনিক কাজে নিয়োগ দিতে চাইলে তিনি তা সবিনয়ে প্রত্যাখ্যান করেন। যখন তাকে কুরআনের পাঠদান থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়, তিনি দেশত্যাগ করেন। তিনি আবার মিশরের কারী আবদুল বাসেতের ভক্ত। সেই সুদানি কিছুটা বাংলাও বলতে পারতেন, ইংলিশ তো অবশ্যই।

একবার তিনি ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় একা-একাই যাচ্ছেন। গাড়িতে বাংলাদেশি এক ভদ্রলোক তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। এক পর্যায়ে আবদুল বাসেতের কথা আসে। ঐ বাংলাদেশি লোক আবার কারী আবদুল বাসেতের ভক্ত। সুদানি শায়খ বলেন, তার কাছে কারী সাহেবের ছবি আছে।

বাংলাদেশির এ বিষয়ে বেশ কৌতূহলী। কিন্তু ছবি দেখে তিনি বেশ মর্মাহত হন! তার মন্তব্য, “তাহলে তার দাড়ি ছিল না? এ আবার কেমন কারী!” এ গল্পশেষে সুদানি শায়খর মন্তব্য করেন, “সারা জীবনের কুরআনের খেদমত তোমাদের দেশে দাড়ির জন্য শূন্য হয়ে গেল!” সুদানি শাইখের আবার লম্বা দাড়ি! তিউনিসিয়ায় এখন ‘ইসলামি দল’ ক্ষমতায়। প্রচ্যে-প্রতীচ্যের সকল মিডিয়ায় এভাবেই বলা হয়। কিন্তু সেই ‘ইসলামি পার্টি’র প্রধান রাশেদ গান্নুশির দাড়ি তো কদম ফুলের রোঁয়ার মতো একেবারে ছোট ছোট। জানা যায়, ধর্ম সম্পর্কে তার জানাশোনা ব্যাপক।

চমৎকার, চমৎকার বই লিখেছেন তিনি, যা পড়ে ইসলামের দুশমনরাও কুপোকাত! তার অন্যান্য অনুসারীদের কথা এখানে নাই-বা বলা হল। কিন্তু ইসলামের জন্য তাদের কুরবানির আলেখ্য, ইসলামের কথিত শত্রু পশ্চিমা মিডিয়ায়ও প্রচারিত। এই কুরবানির তীব্রতম সময়টি প্রায় দুই-যুগের সমান। বাংলাদেশি বা পশ্চিমা মিডিয়ায় কামাল আতাতুর্কের দেশ তুরস্কের ব্যাপারেও বলা হয়ে থাকে, সেখানে ‘ইসলামি ভাবাপন্ন দল’ ক্ষমতায়। তাদের কেরদানি আছে বেশ।

তিনতিন বার লাগাতার নির্বাচিত হয়ে ইউরোপে এবং ইসলাম-চর্চিত দেশসমূহে বিষ্ময়ের সৃষ্টি করেছে। তাদের প্রেসিডেন্ট এরদোগান তো মনে হয় সকাল-সন্ধ্যায় দুবার দাড়ি চাঁছেন। তা না হলে তার ছবিতে এতো মসৃণতা চোখে পড়ার কথা না। তার দলের অন্যান্য নেতাদের মুখেও এর কোনো পরশ চোখে পড়ে নি। তারপরেও কেন এদেরকে ইসলামি দলের আওতাভুক্ত করা করা হয়, সে এক প্রশ্ন বটে! তবে ইন্দোনেশিয়া, চিন এবং থাইল্যান্ডের মুসলিমদের মনে হয় দাড়িই ওঠে না।

ওদের কারো মুখেই এর কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না। ধর্মীয় পণ্ডিত (আলেম-ওলামা)-দের শীর্ষ সংগঠন ‘নাহদাতুল উলামা’র সদস্যদের মুখেও তা নেই! সেদিক থেকে যারা দাড়ি রাখতে আগ্রহী, তারা এর স্বাদ থেকে বঞ্চিত। আর যারা অনাগ্রহী, তারা প্রতিদিন ক্ষুর চালানোর কসরত থেকে মুক্ত। আরববিশ্বে সফর-রত মাওলানা আবুল হাসান আলি নদভি যখন দাড়িহীন তরুণ-যুবাদের ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে দেওবন্দি মাওলানা মানাজির আহসান গিলানিকে চিঠি লিখেন, তিনি অবাক হন। তাদের চেঠাচিঠির এক পর্যায়ে মাওলানা গিলানি স্বীকারও করেন যে, দাড়িহীনতার জন্য ধর্মবিষয়ে তাদের অবদান ও কুরবানি অবমূল্যায়ন করা উচিত হবে না।

জাহিদ আল-কাওসারি হানাফি মাজহাবের বিশিষ্ট আলেম। শুধু তাই নয়, লা-মাজহাবি উৎপাতের বিরুদ্ধে পরীক্ষিত শক্তিমান এক সেনাপতি। তার ব্যাপারে সালাফিদের বেশ আপত্তি আছে। কিন্তু মাজহাবি-ঘারানায় তার মজবুত অবস্থান। ইসলামি ফিকহে তার গভীর পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ জীবনের অন্তিম সময়ে আল-আজহারে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় তাকে।

ঘটনাচক্রে তিনি যেতে পারেন নি। কিন্তু বক্তব্যের লিখিত রূপ তিনি আজহারে পাঠিয়েছিলেন। সেখানে আজহারি ওলামাদের নানা উপদেশ দিতে গিয়ে বলেছেন, “যারা ধর্মের কারবারি, দাড়ি সম্পর্কে তাদের অবহেলা বেমানান। ” এই কি তাহলে শেষ! আর যারা সরাসরি গরু-ছাগল ও জমিজমার করবারি, তাদের বুঝি তা বেমানান দেখায় না? সেটা তার সেই লেখায় নেই। কিন্তু বাংলাদেশি এক শাইখুল হাদিসের একটি কাহিনি আছে, তা এখানে উল্লেখ করছি এবং অবশ্যই উপসংহার হিসাবে।

এ শাইখুল এখনো জীবিত। তিনি সর্বজন শ্রদ্ধেয়। বাঙালি প্রবণতার নানা বিতর্কের স্রোত থেকে এখনো নিজেকে বাঁচিয়ে রেখেছেন। প্রতি বছর সম্ভব হলে হজ করেন। মধ্যপ্রাচ্যে তার গুণমুগ্ধ লোকজনও আছেন।

তার মুখের বর্ণনায় ঘটনাটি হল: একবার হজ করতে গিয়ে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন। কাছেই, তার শরীর ঘেঁষে, দেখতে পান জুব্বা পরিহিত এক ব্যক্তি তার চেয়েও সুন্দর করে দোয়া করছেন। প্রথমে রাসুল সা.-এর নাম ধরে, তারপর চার খলিফার নাম ধরে, তারপরে আশারায়ে মুবাশ্শারার নাম ধরে, তার পরে বদরি সাহাবা সকলের নাম ধরে তাদের পূণ্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছেন। আরো যে-সমস্ত সাহাবা সম্পর্কে বেহেশতের সুসংবাদ আছে, তাদের নামও নিচ্ছেন, আর কাঁদছেন। দোয়ার এই প্রকৃতিটা বাঙালি শাইখুল হাদিসের ভাল লেগে যায়।

তিনি নিজ দোয়া ত্যাগ করে তার পেছনে দাঁড়িয়ে আমিন আমিন বলতে থাকেন। দোয়া শেষ হলে তিনি চলে আসেন। পরে দু-বার হজে গিয়েও তিনি কাকতালীয়ভাবে সেই জুব্বা পরিহিত লোকের সাক্ষাত পান। তিনি ঠিক আগের মতোই বিনয়ের সঙ্গে সেই একই পদ্ধতিতে দোয়া করছেন, শাইখুল হাদিস পেছনে দাঁড়িয়ে আমিন আমিন বলছেন। শাইখুল হাদিসের মন্তব্য হল, এমন নিবেদিতপ্রাণ দোয়া তিনি আর দ্বিতীয়টি দেখেন নি।

তৃতীয়বার বাঙালি শাইখ নিজের কৌতূহল সংবরণ করতে পারেন নি। তার পরিচয় জানার জন্য প্রশ্ন করে বসেন। উত্তরে যা বলেন, তার সারমর্ম হল: তিনি সামান্য কৃষকমাত্র। মিশরের বাসিন্দা। নাজাতপ্রাপ্তির লক্ষে তিনি প্রতিবছর হজ করার চেষ্টা করেন! কিন্তু সেই জুব্বাপরা লোকটির মুখে সামান্যতম দাড়ি নেই।

একেবারে চাঁছাছোলা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।