আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ভাই সাইফের জন্য কিছু এডভাইস



সাইফ, তোমার কান্ড কারখানা দেইখা আমার ঢাকা ইউনিভার্সিটি লাইফের সব স্টেরিওটাইপ গুলা মনে পইরা গেল। এইটা যদিও সব বুেয়টের জন্য প্রযোজ্য না। কিন্তু কিছু কিছু বুয়েটের পোলাপানের জন্য সত্যি। তারা যে অংক-কষা আবুল হিসাবে জন্ম লয়, ঐ অবস্থাতেই জীবন পার কইরা দেয়। সাধারন মানুষের সাথে রিলেশনসিপ স্কিল কেমন হওয়া উচিত, সহজ আচার ব্যবহারগুলা অনেক ক্ষেত্রে এরা বুঝতে পারে না।

ইংরেজীতে যারে বলে গীক - Geek - ঠিক তাই। আমার বর্তমান হাউজমেট কমনওয়েলথ স্কলারশিপ জিতা ইউ-কে'র নামকরা ইউনিভার্সিটি থেকা মাস্টার্স করছে। কিন্তু একদম গীক। বাইরের দুনিয়া সম্পর্কে ধারনা জিরো। বইয়ের বাইরে আদৌ বেশি কিছু জানারও প্রয়োজন বোধ করে না।

এবং মানুষের সাথে উঠা-বসার সিম্পেল কায়দা কানুন অনেক সময় বুঝে না। বাবা সাইফ, মন দিয়া শুনো। ভাল অংক কষতে জানা একটা গুড স্কিল। এর বেশী কিছু না। ভাল ঘর-বাড়ি কম্পিউটার-আইটি বানাইতে পারবা, ব্যাস এতটুকুই।

ঢাকা শহরে তোমার মিডেল ক্লাস সমাজ হয়তো তোমারে সারা জীবন মাথায় উঠায় রাখছে - ভাল ছাত্র হিসাবে তোয়াজ করছে। কিন্তু একবার বাইরের দুনিয়ায় পা দিলে দেখবা যে এত পুঁথিবিদ্যার দাম আসলে কতটা লিমিটেড। ভাল জায়গায় পড়লেই মানুষ ভাল হয়না। তুমি অটোম্যাটিকালি তোমার পাশের রিকশাওয়ালা বা রেস্টুরেন্টের বয় বা ব্যাংকের কেরানী থেকা "উন্নত মানুষ" হয়ে গেলা না। (ইন ফ্যাক্ট, তোমার লেখা পইরা মনে হইতাছে কেস উলটাও হইতে পারে!) বুয়েট বা ঢাকা মেডিকাল বা আইবিএ - এর বাইরেও জীবন আছে।

এর বাইরেই আসলে বেশির ভাগ রিয়েল জীবন পাইবা। ফাইন্যালি মেয়ে বিষয়ে তোমার বিদ্্বেষ নিয়া কিছু মন্তব্য করি। আমি জানিনা তুমি দেখতে শুনতে কেমন, বা কথা বাতরা কেমন। বাট তোমার পোস্ট গুলা পইরা মনে হইতাছে তুমি কোন মেয়ে বা মেয়েদের কাছ থেকা রিজেকশান খাইছো। নাইলে এতটা রাগ আর ঘিন্না থাকার কথা না।

শুনো, এমন হইতে পারে তুমি দেখতে ভাল না। এমন হইতে পারে তুমি বোরিং লোক। এমন হইতে পারে তোমার সাথে কথা বইলা মেয়েরা মজা পায় না। এমনও হইতে পারে যে মেয়েরা সিম্পলি তোমার পার্সোনালিটি পছন্দ করে না। তাদের আকর্ষন করার ক্ষমতা আল্লাহ পাক তোমারে দেয় নাই।

সেইটা তুমি দিস্তা দিস্তা অংক কইষাও বদলাইতে পারবা না। কিন্তু এইটা নিয়া মাইন্ড করার কিছু নাই। আল্লাহ পাক আমাদের অনেকরেই সেই গুণাগুণ দেয় নাই। আবার দেখো তিনি অনেক মেয়েরেও সুন্দরী বা বুদ্ধিমতী কইরা পাঠায় নাই। তারাও রিজেকশান খায়।

এইটাই জগতের নিয়ম। কিন্তু তুমি নিরাশ হইয়ো না। আমাদের সমাজে এট লিস্ট এখনো এরেনজড ম্যারেজের চল আছে। তুমি বুয়েট পাশ হিসাবে খুব সুন্দরী মাইয়াই পাইবা শেষমেষ। কিন্তু প্রেমে ব্যর্থ হইলে সেটা নিয়া বেশি দুশ্চিন্তা করবা না।

এদেশের কথা চিন্তা করো। হাজার হাজার লাখে লাখে কুতসিত বা বোরিং লোক আছে। তাদের কোন এরেনজড ম্যারেজের চল নাই, যে ফ্যামিলি ধইরা বাইনধা কারো সাথে বিয়া করায় দিবে। তাদের কি হয়? সারা জীবন একা থাকার কষ্ট সহ্য করতে হয়। মদ খায় আর মাগীবাজি করে, নিজের একাকীত্ব ভুলতে।

তার থেকা তো ভাল আছো তাই না? এইসব রাগ বিদ্্বেষ মুইছা ফেলো। আস্তর কথা মতো জাস্ট ফ্রেন্ড হতে ট্রাই করো। আর উপরওয়ালার উপর ভরসা রাইখো। ধন্যবাদান্তে , 1984

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।