আমাদের কথা খুঁজে নিন

   

এমোন করে হয়না ........

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।
এমোন করে হয়না ........ এমোন করে ভালোবাসা হয়না, জানকী ! গৃহস্থমাচায় যে লাউশাক বাড়ে ধীরে পরম নিভর্য়ে জড়িয়ে কাছের কঞ্চিরে উদ্ধর্গামী - উন্নত শিরে, তার ভয় নেই পতনের, স্খলনের দাগে পোড়েনা দেহ তার, কবেকার – ভয়হীন যাত্রা নিমেষে ফুলেফলে ভরন্ত হয় একান্ত বিশ্বাসে । এছাড়া লাউডগায় ফোঁটেনা ফুল, জানকী ! গৃহস্থমাচায় যে লাউশাক বাড়ে ধীরে সন্দেহ কীট যদি একবার তারে দংশায়, নধর শরীর ছোঁয় ভুলে লেগে যায় নিদাঘ বাহারী লতায় কৌমার্য্য খসার গরল দাগ কোনও নিশ্চিত পঁচন তখোন ছড়াবে জেনো । সন্দেহকীট এভাবেই খায় ভালোবাসা, জানকী !
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।