আমাদের কথা খুঁজে নিন

   

নিমিষে ইতিটানা

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

[রং=মৎববহ] [সাইজ=3] ভালোবাসায় মৃত ঘোষণা; স্বঘোষিত কণ্ঠে পুরো ঘরে কেঁপে বলে উঠল অর্ধচন্দ্র আলিঙ্গনে ভালোবাসায় মৃত ঘোষণা হোল ! কবি জীবনের নিমিষে ইতিটানা ? যাদুকর লোভনীয় শঙ্খচুর সর্পখেলানো ভেলকি চোখে পড়ে চকচকে নোট বাহক কে দিতে বাধ্য থাকিবে ? কথা যার আহামরি যাদুযাদু ঘোর লকলকে কালো জিভ.... মানুষ দেবতার ভিতরে কবিতা নেই যতটা আছে শঙ্খচূড় খেলা । আজ ভালোবাসায় মৃত ঘোষণা,অর্ধচন্দ্র স্তুতি নিমিত্তে টুকরো কর্ণফুলি কাগজ কবিতার আজ সাক্ষরিত পাওনাদারের বত্রিশদন্ত আত্মিক প্রেম, বন্ধন ছিন্ন বিজ্ঞাপনের পুরুষ ! ভালোবাসায় মৃত ঘোষণা এই হোক সত্য, কখনো অন্তরে লাঙ্গল চেষেছি দুস্প্রাপ্য ফুল ফোটাতে অথচ এক দেয়াল প্রস্ফুটিত বজ্রপাত বৈদু্যতিক আকর্ষণ সম্প্রতি বার্তা পাঠানো হলো মৃত ঘোষণা'র সম্ভাবনা চলে যায় যাক দিনগুলেও হোক অন্ধকার ভালোবাসায় মৃত ঘোষণা প্রকাশিত বক্তব্য কেবল আমরা পারি অর্ধচন্দ্র আলিঙ্গন বা নিমিষে ইতিটানা..শঙ্খচূড়, সর্প খেলা যাদুকর তোমাকে নিমিষে ইতিটানাই হবে কাব্য ভালোবাসা মৃত ঘোষণা। [/সাইজ] [/রং] [আন্ডার] 21/06/2004 [/আন্ডার]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.