আমাদের কথা খুঁজে নিন

   

ডিলিট হওয়া ফাইলকে উদ্ধার করুন এক নিমিষে আপনার অ্যান্ড্রয়েড এ ।

আমাদের সাথের অ্যান্ড্রয়েড মোবাইল টিতে কত ফাইলই না রাখি । প্রোয়জনীয় অপ্রোয়োজনীয় । কিছু কিছু ফাইল আছে যা আমাদের নিজেস্ব সম্পদ এর মত । এইতো কয়েকদিন আগেই হঠ্যাত্‍ করে আমার একটা ফটো Album ডিলিট করে ফেলে ছোট ভাই । রাগে দুঃখে কেঁদেই ফেলছিলাম প্রায় ।

কিন্তু হাল ছাড়িনি । ব্যাবহার করলাম গুগল মামাকে । লাগালাম খোঁজ এবং পেয়ে গেলাম Recycle Bin PRO নামে একটি সফ্টওয়্যার যা ডিলিট হওয়া ফাইলকে কানে ধরে ফিরিয়ে আনে । PC তে যেমন কোন ফাইল ডিলিট করলে তা সরাসরি ডিলিট না হয়েrRecycle bin নামক ফোল্ডারে জমা হয় এবং তা থেকে ফাইলটিকে আবার ফিরত আনা যায় ঠিক Recycle Bin PRO এর কাজ টাও এমনি । আসুন জেনে নিই Recycle Bin PRO এর আদিঅন্ত Features:এটি সকল SMARTPHONES এবং TABLETS এ সমর্থন করেএটি Android 2.3এর উপড়ে সকল ভার্শনে সাপোর্ট করেএটি AUDIO/VIDEO/IMAGE files সহ সকল প্রকার ফাইলকে ফিরিয়ে আনেসম্পূর্ণ আফলাইন ।

তাই ইন্টারনেট কানেকশান এর প্রয়োজন নেইINTERNAL/EXTERNAL SDCARD/ USB storage protection.SECURE ERASE method to delete forever private files.UNINSTALLED APPLICATIONS PROTECTION to install them without Internet connection later.LOW battery consumption.You DONT need to be SUPERUSER(\root\) in your device.Allows immediate restoration of deleted files on its original path.Intuitive / easy / friendly graphical interface designed to offer the best user experience.Allows file search, filtering by name, deletion date, detection of multiple devices,...Sorts documents by name, size and type.Deletes and restores single and multiple items selections.
Download
click here to download Screenshots :

সব শেষে বলব এই সফ্টওয়্যার টি সংগ্রহে রাখুন । প্রয়োজনে লাগতে পারে । তখন পস্তাবেন । তাই এখুনি ডাউনলোড করে রাখুন । অনেক কষ্টে লেখা ।

উপকারে আসলে ধন্যবাদ জানিয়েন । আর আমার মোবাইল ডাউনলোড সাইট http://www.zisan.me সাইট টি ভিজিট করার দাওয়াত রইল ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.