আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা প্রেম নয় !

বন্ধ জানালা, খোলা কপাট !

সুনিল গঙ্গোপধ্যায় উপন্যাস লিখেছেন- ভালবাসা প্রেম নয়। তার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতায় রচিত উপন্যাস। বন্ধুর ঘরণী বন্ধুটিকে ভালবাসে ঠিকই,কিন্তু প্রেম করে আরেকজনের সঙ্গে ! সেজন্যই বোধকরি লেখক এই উপন্যাসের নাম দিয়েছেন-ভালবাসা প্রেম নয় ! পৃথিবীতে আমার বয়স যত পুরনো হচ্ছে,অর্থাৎ কিনা,আমি যত পুরনো হচ্ছি এ দুনিয়ায়,দুনিয়ার ব্যাপার স্যাপার দেখে শুনে আমারও কেবল মনে হচ্ছে তাইতো;ভালবাসা আর প্রেমতো সত্যিই এক জিনিষ নয়! ভালবাসা বিরজমান সবখানে। মা-বাবার সাথে সন্তানের ভালবাসা। বন্ধুর সাথে বন্ধুর ভালবাসা।

বন্ধুত্ব যদি ছেলেতে মেয়েতে হয়,সেখানেও বন্ধুত্বের ভালবাসাবাসি। নির্মল ভালবাসি। কিন্তু ভালবাসা যখন প্রেমে রুপ পরিগ্রহ করে তখন- ই পয়দা হয় দুনিয়ার তামাম জটিলতা। বিশ্বাস-অবিশ্বাস । ইত্যাদি ইত্যাদি।

তাই নিচের কবিতা - ভালোবাসো ? কাছে আসো তবে ! প্রেম ? তবে দূরে রও ! প্রজাপতি মন ভালবাসা খোজে প্রেমের গণীত শাস্ত্রনা বোঝে, ভালোবাসা -ভালোলাগা প্রেমের বুলি- মিথ্যে ফাকা !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.