আমাদের কথা খুঁজে নিন

   

দারুচিনি দ্বীপে নায়িকার খোজে



দারুচিনি দ্বীপে নায়ক আছে কিনা আমার জানা নাই। সম্ভবত: নাই। তাই হয়ত: তাহার জন্য ঘটা করিয়া নায়িকা খোজা হইলেও নায়ক খোজা হইতেছে না। সারাদেশে গুণীজনেরা নানা কায়দায় দেশী রমণীকুলের অডিশন লইতেছেন। বিচারকগণের মধ্যে অবশ্য কিছু পুরুষকুল দেখা যায় (পত্রিকার পাতায়)।

বিংশ শতাব্দীর এই যুগে ধমর্ান্ধতা ও কুসংস্কারচ্ছন্নতার বেড়াজাল কাটাইয়া প্রগতিশীল বঙ্গললণারা যেইভাবে সাহসিকতার সহিত বিভিন্ন অডিশন, ফ্যাশন শো, গাড়ী শো তে অংশ নেয় ,তাহাতে গৌরবান্বিত না হইয়া পারিনা। বিশ্বের সহিত তাল মিলাইয়া আগাইয়া যাইতেছে দেশ; ভাবিতে বড়ই ভাল লাগে । দেশের কোটি কোটি আদম সন্তান অনাহারে অর্ধাহারে রাত্রি যাপন করিতেছে তাহা সত্য। তবে তাহাদের খাবারের ব্যবস্থা না হইলেও মনোরঞ্জনের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নায়িকা খোজার যে মহতি উদ্যোগ লওয়া হইয়াছে ,তাহাকে সাধুবাদ জানাইতেই হয়। দেশের সংস্কিৃতিমনা প্রগতিশীল বুদ্বিজীবীগণের এই অবদান জাতি কোনদিন ভূলিতে পারিবেনা।

ভবিষ্যৎ বাজেটে এই ধরনের মনোরঞ্জনের জন্য বিশেষ বরাদ্দের জোর সুপারিশ করা হইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.