আমাদের কথা খুঁজে নিন

   

কানসাটের আগুন



কানসাটে কি আবারো আগুন জ্বলবে নাকি? কানসাটের পাশের ইউনিয়ন ধাইনগরে কাল অগুন জ্বললো । আগুন জ্বালালো কানসাটের নেতা গোলাম রাব্বানী ।এসময় বামুনগ্রাম, নাককাটিতলা বাজারের প্রায় 30টি বাড়িঘর ও দোকানপাট পুড়লো । আর চালানো হলো লুটপাট । কানসাটের মানুষদের আমি চিনি। গত এপ্রিলে কানসাটে যে জনবিদ্রোহ হয়েছিলো, তা খুব কাছ থেকে দেখেছি আমি । সেসময় টানা 11 দিন ছিলাম আমি সেখানে । কানসাটবাসীর ভেতরে যে আগুন আমি দেখেছি তা একবার যদি জ্বলে, সহজে তা নেভানো যায় না । সেই আগুনে সব কিছু ধ্বংস হয়ে যায়!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।