আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার উদয় অস্ত

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

[সাইজ=3]ভালবাসা আমার সকালের চাঁদ আর রাতের আকাশে সূর্য। অাঁধারের সাথে নিবীর সখ্য, ভোরে পাখীর ডাকে ঘুম ভাঙেনা তাই। চোখের দৃষ্টিতে ধরা পড়েনা ভালবাসার উদয় অস্তের প্রভাত দিগন্ত রেখা। গেরুয়া লালে মাতামাতি সন্ধ্যার আকাশে ভালবাসা যেন রক্তিম ফুল হয়ে ফোটে, কৃষ্ণ গহ্বরের টানে ছুটে ছুটে যাই আঁধারের কাছে , উদয় অস্ত ভালবাসার আর বোঝা যায়না সাঁঝেও। পথের ধারে দাঁড়িয়ে দিব্যালোয় ভালবাসার পানসি বইতে দেখি যে নারীর চোখের ঢেউহীন সমুদ্রে, ভাটার কাদা ঠেলে ওঠা যায়না সে পানসিতে, বাতাসের প্রবল টানে সে নৌকা যেন দ্রুত চলে যায় দৃষ্টির বাইরে মনের গভীরে সে নারীরই অন্য কোন মহাসমুদ্রে। ভীষন প্রবঞ্জনে রাতের আঁধার পর্দা একটু যেই সরে সরে যায় ভালবাসার সূর্য যেন ময়ূখ ছড়ায়, ঠিক তখনই চাঁদের সাথে বলতে থাকি কথা, ভালবাসার উদয় অস্ত মনের গহনে দিন রাতের ধারনাই পাল্টে দেয় চৈতন্যে , আবার দিনে চাঁদের সন্ধানে কুন্তল পাশে সেই এক নারীর-আস্তানা খুঁজি, ওখানে ভালবাসা চুলের অাঁধারে উদয় অস্ত সময় ভুলে হারিয়ে যায়। ভালবাসা আমার অসময়ে সময়ের কথা বলে আর সময়ে সময়হীনতায় ভোগে নিরন্তর। ভালবাসার উদয় অস্ত খুঁজতে খুঁজতেই ভালবাসা তাই হারিয়ে যায় ভালবাসার আপন সীমানায় দিন এবং রাতের ভ্রান্ত পর্যবেক্ষনের বাস্তব ও কাল্পনিক ধারনার তাড়নায়।[/সাইজ] 02/08/06(রাত 2:07)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.