আমাদের কথা খুঁজে নিন

   

সাইমুম

আমার ব্যক্তিগত ব্লগ

সাইমুম বা ধুলাঝড় ছিল আমাদের নিত্য দিনের সংগী। তারপরও কয়েক সেকেন্ডের এই ঝড়কে খুব ভয় পেতাম। শুরু হতো হঠাৎ করে। চারপাশ বালিতে ঘিরে ফেলত। চোখে মুখে ঢুকে যায় প্রায়।

সাথে প্রচন্ড ঘূর্নি বাতাস। ঐ মুহূর্তে থমকে দাড়ানো ছাড়া কিছু করা যেত না। দুই দিনের কথা বলি.... আলকাসিমে বাড়ির খোলা বারান্দায় আমি আর বড়পা খেলছি, হঠাৎ ধুলাঝড় শুরু হলো, আমি কিছুই দেখতে পারছিলাম না তারপরও আন্দাজ করে একটু একটু করে আম্মার অফিসের দিকে এগুতে লাগলাম। কিছুক্ষনের মধ্যেই সাড়াদুনিয়া বালিতে ভাসিয়ে ঝড় শেষ। চোখ মেলে দেখলাম আম্মাও চলে এসেছেন, বাসায় ঝড় শুরু হয়েছে দেখে।

আমাকে জড়িয়ে ধরে বললেন, ভয় পেয়েছো। আমি মাথা নাড়লাম। আরেক দিন আমি আর বড়পা বাসায় ফিরছি। মাটির রাস্তা দিয়ে। পথে হঠাৎ ঝড় সুরু হলো।

আমাদের মনে হলো ঝড় আমাদের উড়িয়ে নিয়ে যাবে। তারাতারি 2টা বাঁশের খুটি ধরে দুজনে দাড়ালাম। ঝড় দেখি আর থামেনা। তারপর বড়পা বলল ভয় পেয়োনা, দেখো, মাটির ছোট ছোট পাথর তো উড়ছে না। তাহলে আমরা কেন উড়ে যাব, চলো ঝড়ের মধ্যেই হাত ধরে আসতে আসতে আগাই।

আমরা সেই চেষ্টা শুরু করলাম, কিছুক্ষনের মধ্যে ঝড় থেমে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।