আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে চির উন্নত হল শিক্ষাগুরুর শির---!!!!!--মরণব্যাধি ক্ষতিকর প্রিপার স্প্রের নিষিদ্ধের দাবি জানাচ্ছি..

ধূসর মরুর উষর বুকে...বিরাট যদি শহর গড়...কষ্ট করে PRS পাওয়া...তাহার চেয়ে অনেক বড়... শিক্ষকদের প্রতিবাদ সভায় পুলিশ, তাঁদের চোখের মরিচের গুড়া স্প্রে করেছে ! এরকম একজন পরিচিত শিক্ষকের সাথেগতকালকে একটা ফার্মেসিতে দেখা ! আমি জিজ্ঞেস করলাম, ‘স্যার, এখনও চোখে কালো-চশমা লাগিয়ে আছেন কেন??’ তিনি উত্তর দিলেন, “আমার ছাত্ররা সবাই তো অনেক ব্রাইট... তাই সানগ্লাস পরে আছি বাবা” -- ধিক্কার জানাই শিক্ষকদের সম্মানকরতে ‘না জানা’... সেই সকল তথাকথিত শিক্ষিতদের..... শিক্ষক হলো "জাতির মেরুদন্ড" মানুষ গড়ার কারিগর তাদের হাত ধরেই আজকের প্রজন্ম আগামী দিনে এগিয়ে যাবে,কিন্তু তাদের যদি পুলিশের লাঠির বাড়ি,স্প্রে'তে মৃত্যু বরণ করতে হয়,জাতি আজ কোথায় আছে? শিক্ষকের মৃত্যুতে তীব্র নিন্দা জানাচ্ছি। এমপিওর দাবিতে পটুয়াখালীর সাংগঠনিক সম্পাদক মো সেকান্দার আলী (৪৫) শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করার সময় পুলিশ তার মুখে মরিচের গুড়া মিশ্রিত প্রিপার স্প্রে মারে,সরাসরি নাক,মুখ ও চোখে প্রবেশ করলে তিনি গুরতর অসুস্থ হয়ে পরেন,তিনি ঢাকায় চিকিস্সা নেন তার তার অবস্থা অবনতি হতে থাকে অবশেষে তিনি মঙ্গলবার ভোর ৪ মৃত্যু বরণ করেন ! এই মরণব্যাধি ক্ষতিকর প্রিপার স্প্রের নিষিদ্ধের দাবি জানাচ্ছি! শিক্ষক হলো "জাতির মেরুদন্ড" মানুষ গড়ার কারিগর তাদের হাত ধরেই আজকের প্রজন্ম আগামী দিনে এগিয়ে যাবে,কিন্তু তাদের যদি পুলিশের লাঠির বাড়ি,স্প্রে'তে মৃত্যু বরণ করতে হয়,জাতি আজ কোথায় আছে? শিক্ষকের মৃত্যুতে তীব্র নিন্দা জানাচ্ছি। এমপিওর দাবিতে পটুয়াখালীর সাংগঠনিক সম্পাদক মো সেকান্দার আলী (৪৫) শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করার সময় পুলিশ তার মুখে মরিচের গুড়া মিশ্রিত প্রিপার স্প্রে মারে,সরাসরি নাক,মুখ ও চোখে প্রবেশ করলে তিনি গুরতর অসুস্থ হয়ে পরেন,তিনি ঢাকায় চিকিস্সা নেন তার তার অবস্থা অবনতি হতে থাকে অবশেষে তিনি মঙ্গলবার ভোর ৪ মৃত্যু বরণ করেন ! এই মরণব্যাধি ক্ষতিকর প্রিপার স্প্রের নিষিদ্ধের দাবি জানাচ্ছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।