আমাদের কথা খুঁজে নিন

   

ভেনেজুয়েলার পার্লামেন্টে হাতাহাতি (ভিডিও)

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কিত ফলাফলকে কেন্দ্র করে দেশটির পার্লামেন্টে সরকার ও বিরোধীদলীয় আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন সাংসদ আহত হয়েছেন বলে জানা গেছে।
রয়টার্সের খবরে আজ বুধবার জানা যায়, গতকাল মঙ্গলবার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দুই পক্ষের আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি হয়।
বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, তাঁদের দলের সাতজন আইনপ্রণেতা নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাজি হননি বলে ওই সাত আইনপ্রণেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ওই সাতজন যখন পার্লামেন্টের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তখন সরকারদলীয়রা তাঁদের ওপরে হামলা চালান।


সরকারি দলের আইনপ্রণেতারা বলেন, বিরোধী দলই পার্লামেন্টের ভেতরে সহিংসতা শুরু করেছে।
এ বিষয়ে নিকোলাস মাদুরো বলেন, ‘আমার জানি, বিরোধী দল পার্লামেন্টের ভেতরে সহিংসতাকে উসকে দিতে চায়। এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। ’
হাতাহাতির ঘটনায় আহত বিরোধীদলীয় আইনপ্রণেতা জুলিও বোরহেস তাঁর রক্তাক্ত মুখ নিয়ে স্থানীয় একটি টেলিভিশনে বলেছেন, ‘তাঁরা আমাদের মারতে পারে, কারাগারে পাঠাতে পারে, এমনকি হত্যাও করতে পারে। কিন্তু তার পরও আমরা আমাদের আদর্শ বিক্রি করব না।

বরং তাঁদের এসব কর্মকাণ্ড আমাদের আরও শক্তিশালী করবে। ’
নাম প্রকাশে অনিচ্ছুক পার্লামেন্টের এক কর্মকর্তা ও ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, বিরোধী দলের আইনপ্রণেতারা সরকারি দলের আইনপ্রণেতাদের ‘ফ্যাসিস্ট’ বলে গালি দিলে এবং ‘পার্লামেন্ট পদ্ধতির অভ্যুত্থান’ লেখা একটি ব্যানার প্রদর্শন করার পর সরকারি দলের আইনপ্রণেতারা তাঁদের ওপরে হামলা চালান। এক দল আরেক দলের উদ্দেশে ল্যাপটপ ও চেয়ার-টেবিল ছুড়ে মারতে থাকে। এতে বিরোধী দলের এক সদস্য মাথায় চেয়ারের আঘাত পান।
দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর গত ৫ মার্চ ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ মারা যান।

তাঁর মৃত্যুর পর ১৪ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চাভেজের আস্থাভাজন নিকোলাস মাদুরো জয়ী হন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপ্রিলসের চেয়ে ১ দশমিক ৫ শতাংশ বেশি ভোট পেয়ে জয়ী হন। কিন্তু ক্যাপ্রিলস ভোট চুরি ও অনিয়মের অভিযোগ এনে এই ফলাফল প্রত্যাখ্যান করেন এবং ভোট পুনর্গণনার দাবি জানান।


সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।