আমাদের কথা খুঁজে নিন

   

আনঅফিসিয়াল বার্থডে-উইশিং পোস্ট শোহেইল মতাহির এবং রুপার জন্মদিনে শুভেচ্ছা

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ইদানিং অনেক ব্লগার ব্লগাচ্ছেন। নতুন লেখকদের সবসময়েই স্বাগতম। কিন্তু সামহোয়্যার যখন এত এত কবিতা, ছবিতা, ছন্দে ভরে যায় নি; যখন কয়েকজন খুব প্যাশনেট লেখকরাই সামহোয়্যারের নিয়মিত পোস্টানো বান্দা ছিলেন, প্রচন্ড তুখোড় মেধাবী সব পোস্ট আর তাতে অসাধারন সব কমেন্টে এই অল্প কয়েকজনের দিন রাত যাপিত হতো, সেই সময়ের কথা .... শোহেইল মতাহির চৌধুরী নামে একজন লেখক, সেই সময়গুলো তার লেখা থাকবেই, সবাই খুব আগ্রহ নিয়ে পড়বে সেগুলো এবং প্রতিটি লেখাই যথেষ্ট পরিপক্ক। শুধু নিজের স্বনামে নয়, অন্য আইডিতেও তিনি তার ভাবনা লিখতেন, বিষয় বৈচিত্র ধরে রাখতেন নানানভাবে। তার আইডি অনুসন্ধান নিয়েও একটা সময়ে সামহোয়্যারে তুমুল আলোড়ন হয়েছে, নতুনদের সেই ইতিহাস না জানলেও চলবে।

চিন্তার ওয়েভলেংথ সবার এক নয়। শোহেইল যে ধরনের চিন্তা ও মননের মানুষ, সবাই তার সেই চিন্তাটা ধরতে পারে না। অন্তত কিছু সিরিয়াস বিষয়ে একথা প্রযোজ্য। তারপরেও শোহেইল বারবার চেষ্টা করেছে বিভিন্ন লেভেলে নেমে এবং উঠে এসে নানান বিষয়ে পোস্ট করতে। তাতে যে সুবিধাটা হয়েছে তা হলো অনেক ধরনের ব্লগ পাঠক তার লেখায় ইন্টার্যাক্ট করতে পেরেছে।

অনেক বিতর্কিত বিষয় নিয়ে শোহেইল পোস্ট করেছে। সাধুবাদ জানাই। আস্তিকতা, ধর্মকে অলৌকিক ও অতিপবিত্রতার মায়াজাল থেকে ছাড়িয়ে এনে কখনো নাস্তিকতা বিষয়ে বা লৌকিক জীবনের অংশ হিসেবে ধর্মকে কোনো পোস্টের একেবারে মামুলী বিষয়ে নিয়ে আসার ভিতরে তার প্রতিভার পরিচয় প্রকাশিত। ধর্ম, আস্তিকতা, নাস্তিকতা আমার বেশ উৎসাহব্যঞ্জক বিষয় বলে খুব উপভোগ করেছি সেই লেখাগুলো। আজ 28শে জুলাই শোহেইল মতাহিরের জন্মদিন।

সামহোয়্যার নি:সন্দেহে তার কনট্রিবিউশনের জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞ এখানকার সব পাঠক এবং এই অধমও । চিন্তার খোরাক জুগিয়ে যাওয়ার জন্য, চমৎকার সব তর্ক বিতর্কের মুহুর্তগুলো তৈরী করে দেওয়ার জন্য, বাংলা ব্লগিংকে আকর্ষনীয় করার জন্য ... এবং আরো অনেক ভুমিকায়। আপনার কর্মজীবন আরো সুন্দর হোক, অনেক বেশি বেশি করে অবদান রাখুন সবার জন্য এই প্রত্যাশায় আবারো শুভ জন্মদিন। --------------------------------- রুপা ব্লগে লেখা শুরু করেছে এমন একটা সময়ে যখন আমি খুব ব্যস্ত।

খুব একটা ব্লগ খুটিয়ে পড়া হয় না। ঝুপ ঝাপ আসি এবং পোস্ট করে ভেগে যাই। মাঝে মধ্যে পরিচিতদের লেখা পড়া হয়, মন্তব্য করা হয়। কিন্তু যেটা অগোচরে খেয়াল হয়েছে সেটা হলো রুপা কবিতা লেখে খুব চমৎকার। আমি কবিতার খুব বড় পাঠক নই।

স্বীকার করতে দ্্বিধা নেই আমার পাঠাভ্যাসের মধ্যে সবচেয়ে কম যেটা তা হলো বাংলা কবিতা। এ কারনে রুপা এবং অন্যান্য কবিদের কাছে কৃতজ্ঞতা যে এখানে কিছু কিছু ভালো কবিতা পড়া হয়। রূপা অল্প দিনে খুব ভালো একজন নিয়মিত ব্লগারে নিজেকে আপগ্রেড করে ফেলেছে। এটা চমৎকার। ওর পছন্দের লিংকের ভিতরে অনেকের নাম আছে।

বোঝা যায় ব্লগারদের পছন্দ করতে শুরু করেছে। আপনার মন্তব্য প্রত্যাশী শিরোনামে একটা দর্শনের প্রশ্ন করে খুব দৃষ্টি আকর্ষন করেছিলো যার মূল বিষয় ছিলো: কে কাকে সৃষ্টি করেছে - মানুষ ও ইশ্বরের ভিতরে। এরকম খোলামেলা বিষয় নিয়ে পোস্ট করা এবং তাতে স্টিমুলেটিং অনেক মন্তব্য উঠে এসেছিলো। সেটা বেশ ইন্টারেস্টিং ছিলো। তবে সব কিছু ছাপিয়ে রুপার কবি সত্ত্বাটা এখানে সবচেয়ে বড় হয়ে চোখে পড়ে।

রূপাকে এই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনার লেখা দিন দিন আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশায় আবারো শুভ জন্মদিন জানাই। ভালো থাকবেন। http://mysticsaint.blogspot.com (ব্যস্ততায় অনেক তাড়াহুড়া করে লিখতে হলো। সময় পেলে পোস্টে পরিমার্জন করা হবে- পরে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।