আমাদের কথা খুঁজে নিন

   

ইস্কুল খুলতে চাই।



ঘটনার সূত্রপাত আমার মামাতো ভাইকে নিয়ে। না সে কোন দুর্ঘটনা ঘটায়নি। আর ঘটানোর মতন বয়স ই বা তার হলো কখন? মোটে 3 এ পরবে আসছে নভেম্বরে। সে যাই হোক। তাহলে সে কিভাবে ঘটনার সূত্রপাত ঘটালো? সেটাই বলতে চাচ্ছি এতক্ষন ধরে।

মামার কোন এক গুণি বনধু মামাকে বুঝিয়েছে ছেলে বড় হয়ে যাচ্ছে ইস্কুলে দেওয়া প্রয়োজন। এখন বলে এক বছর আগেই ভর্তির ব্যবস্থা না করলে ভাল ইস্কুলে ভর্তি করাই বিরাট মুশকিল। যেই কথা সেই কাজ । ইস্কুল খোঁজার দায়িত্বটা যেচে যেচে নিজের ঘাড়ে নিয়ে নিলাম। ইংরেজি মিডিয়াম ইস্কুল খোঁজা বলে কথা।

কিন্তু কে জানতো কপালে কি লেখা আছে? প্রথমেই গেলাম হাগা খান এ। সবুজ পোশাক পরিহিতারা দৃষ্টিকে আনন্দ দিয়েই যাচ্ছিল কিন্তু ব্যঘাত ঘটলো ভর্তির খবর নিতে গিয়ে। ভর্তি করতে হলে বলে অনুদান দিতে হবে। আমিতো হতবাক। এতবড় ইস্কুল এতোর্ শান শওকত এদের লাগবে অনুদান? অনেকটা ভিক্ষুকের কাছে ভিক্ষে চাওয়া যেন।

মাত্র (!!!!) পঁচাশি হাজারটি টনকা খসালেই বলে ভর্তির ফর্ম পাওয়া যাবে। মিন মিন করে মামাতো ভাইয়ের বয়স খানা উল্লেখ করলাম । কিন্তু এক দর এর দোকানে অনেকতা যেন বাকি চাহিয়া তাদের লজ্জা দিলাম। মানে মানে করে কেটে পড়লাম। পরের গন্তব্য ছিল ইলাস্টিকা ইস্কুল।

আহহ পাঠক মাত্রই বুঝে গেছেন কেন । কিন্তু বিধি বাম। এরা যে আরো করুন দশায় দিনানিপাত করছে। মানিক বন্দ্যোপাধ্যায় এর ভাষায় গরিবের মাঝেও গরিব, ছোটোলোকের মাঝেও .... (বুঝে নিন) পাঁচ অনকে চলবেনা। এনারা ছয়ের নিচে গুনতে জানেন না।

সুতরাং এখান হতেও বিদায়। এর পর বাড়ির কাছের রেড হেরালড এ। সত্যি বলছি ভাই এদের ই আমার সবচেয়ে ভাল লেগেছে। ছাত্র ছাত্রীদের পোশাক নির্বাচনে এরা যে বিচক্ষনতার পরিচয় রেখেছে তা দেখে আমি মনে মনে এদেরকেই শ্রেষ্ঠ হিসেবে মেনে নিয়েছি। ছেলেদের ফুল প্যানট পড়ালেও মেয়েদের কিন্তু হাটু পর্যন্ত স্কার্ট ই পরিধেয়।

ধন্য তাদের। কিন্তু এখান থেকেও নিরাশ হয়ে ফিরে যেতে হয়। অনুদান নামক বস্তু যে এখানেও চেপে বসে আছে। হাল ছেড়ে দিয়ে ফিরে যদিও এলাম, তবে চোখ খুলে গেছে। আমি এখন একটা ইস্কুল দিতে চাই।

কথা দিচ্ছি সামহয়্যার ইন এর ব্লগারদের সন্তানদের জন্য অনুদান এর 50% ফিরি.......। সকলের দোয়াপ্রর্ািী(ক্লোজআপহাসি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.