আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে ক্লোজআপ ওয়ান-এর ইয়েস কার্ড পেল 26 জন

গাও বাংলাদেশ গাও

ক্লোজআপ ওয়ান এর অডিশন রাউন্ডে গত দু'দিনে এখানে ইয়েস কার্ড পেয়েছে 26 তরুণ-তরুণী। গত শুক্র ও শনিবার দু'দিনে 'গাও বাংলাদেশ গাও' প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এক হাজার 344 জন। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল দু'হাজার 375 জন। কিন্তু অধিকাংশই উপস্থিত হননি। শুক্রবার প্রথম দিনে অডিয়েশনকে দু'রাউন্ডে ভাগ করা হয়।

12শ' প্রতিযোগির মধ্যে 6শ' প্রতিযোগিকে প্রথমার্ধে অংশগ্রহণের জন্য ডাকা হয়। বিচারকদের সামনে উপস্থিত হন 434 জন। এর মধ্যে ইয়েস কার্ড পেয়ে যান 10 জন। এরা হচ্ছে ঃ জাহিদুল ইসলাম বাবু, গৌতম ঢালী, বাপ্পি, জাহিদুল ইসলাম, এস.এম.মিফতাহুদ জামান, ফরহাদ আহমদ মিল্টন, জুয়েল চন্দ্র দে, আশিষ কুমার রায়, শেফালী খানম সেতু ও কলি দেবনাথ। দ্বিতীয়ার্ধে 6শ' প্রতিযোগির মধ্যে 382 জন অংশ নেন।

ইয়েস কার্ড পান 6 জন। এরা হচ্ছে ঃ সাবিনা সুলতানা, উম্মে হাবিরম্নন ডেইজী, পুলক অধিকারী, লিংকন ঘোষ, জহিরম্নল হাসান সোহেল ও শহিদুজ্জামান মামুন। দ্বিতীয় দিন শনিবার 11শ' 75 জন প্রতিযোগির মধ্যে উপস্থিত হয়ে ছিলেন 528 জন। এর মধ্যে ইয়েস কার্ড পেয়েছে 10 জন। এরা হচ্ছে ঃ রাখিনা কর্মকার, আশ্রাফুল আলম, নজরম্নল ইসলাম, শাহরিয়ার রাফা, রাজিবুল ইসলাম, সিটি অনন্যা, উপমা বিশ্বাস, রাজিনা আক্তার দিনা, রাখি কর্মকার ও আরিফুর ইসলাম।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।