আমাদের কথা খুঁজে নিন

   

সবাই পারেনা, শুধু কেউ কেউ পারে/সুনীল সমুদ্র

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

[গাঢ়] পূর্ব কথাঃ[/গাঢ়] ঝরা পাতা গতকাল একটি পোষ্ট দিয়েছিলেন ঃ 'কেন ভালবাসার মানুষগুলি অকালেই হারিয়ে যায়?' সেই পোষ্টের সঙ্গে ছিল আবার জেমসের গাওয়া আমার খুব প্রিয় একটি গানের কলি-'ভালবেসে চলে যেওনা-ভালবেসে চলে যেতে নেই'। ঝরা পাতার পোষ্টে মনত্দব্য লিখতে গিয়ে মনে হল- নাহ্ , এ পোষ্ট শুধু নিছক মন্তব্য পাওয়ার যোগ্য নয়। এর চেয়েও বড় কিছু একটা প্রাপ্য হয়ে গেছে ঝরা পাতার। এর চেয়েও বড় কিছু একটা দিতে হবে তাকে...। তার লেখার মন্তব্যে চোখ বুলিয়ে দেখলাম- এ পোষ্ট কারো কারো চোখে অশ্রু এনেছে।

এই পোষ্ট আবার আবেগে ভাসিয়ে দিয়েছে সমব্যথী কিছু মমতাবান মানুষের মন। আর তাই, ধন্যবাদ ঝরা পাতা। আমি জানি- ইতিমধ্যে আপনার জানা হয়ে গেছে- যেখানে অশ্রু আর বিষন্নতা পাখা মেলে, যেখানে কষ্ট আর কবিতা মিলে মিশে একাকার হয়ে যায়, সেখানে বরাবরের মতোই 'সুনীল সমুদ্র' ছুটে আসেন "স্বেচ্ছায় শুষে নিতে... বেদনায় বিবশ নীল- কষ্ট সময়...."। অতএব, ঝরা পাতা, তৈরী হল আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে- আপনাকে উপহার দেওয়ার জন্য একটি কবিতা- 'সবাই পারে না, শুধু কেউ কেউ পারে। ' [রং=#ঋঋ0000] [সাইজ=4] [আন্ডার] সবাই পারেনা, শুধু কেউ কেউ পারে [/আন্ডার] [/সাইজ] [/রং] [রং=#660033] [সাইজ=2] [ইটালিক](Someone forgets easily, but someone remembers forever....)[/ইটালিক] [/সাইজ] [/রং] [রং=#003333] [সাইজ=3]আসলে সবাই পারেনা শুধু কেউ কেউ পারে বৃষ্টি, আকাশ আর নক্ষত্রের মাঝে খুঁজে নিতে 'হারানো মোহর'।

কেউ কেউ পারে কালের গহীনে হারানো-কালজয়ী মানুষের কথা কষ্টের কলমে লিখে এরকম অপরূপ- কান্না ঝরাতে । পারে একান্ত আপন খাতায়- হৃদয়ের রক্ত ঝরিয়ে ফুটিয়ে তুলতে এতো-নীল অসামান্য দুঃখ শোক। আসলেই সবাই পারেনা- সবাই পারেনা ফেরাতে মুখ- পেছনের ফেলে আসা পথে- পারেনা বিরহী শব্দমালায় গেঁথে-ফেলে আসা একটি ঝিঁনুক কুঁড়িয়ে ফিরতে ঘরে- এতো বেশী বিষন্ন , একা একা। যে মানুষ নিত্য অাঁকড়ে থাকে 'অনিন্দ্য বর্তমান'- কিভাবে খুঁজবে সে দুরন্ত দুপুরে এক 'হারানো আলোক'? সময় কোথায় তার- কঠিন বাসত্দবতা ফেলে-পেছনে তাকাবার? ঝরে পড়া প্রীতির পুষ্প-তাই পড়ে থাকে কষ্টে অবহেলায় তার কাছ থেকে চিরকাল, বহু দূরে...। কোন 'স্মৃতি' ই তাই তাকে 'শোকার্ত' করেনা- কোন ফুল- একফোটাও 'স্মৃতিময় ঘ্রাণে' একবারও এলোমেলো করে দেয়না তার নির্ঘুম-জেগে থাকা নিঃসঙ্গ কোন রাত।

সত্যিই তাই সবাই পারেনা- শুধু কেউ কেউ পারে- একদিন ফেলে আসা রেল-লাইন ধরে সারারাত এরকম হাঁটতে একা একা। কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে- কেউ কেউ ভুলে যায় শেকড়শুদ্ধ সব অবলীলায়, অবশেষে- কেউ কেউ মনে রাখে- গভীরে অনন্ত সব, চিরকাল, ভালবেসে ![/সাইজ][/রং] ......................................... [রং=#0000ঋঋ][গাঢ়][ইটালিক] রচনাকাল ঃ21/07/2006ইং, ঢাকা[/ইটালিক][/গাঢ়][/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.