আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচবিবি সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ



গতকাল বৃহস্পতিবার পাঁচবিবির হাটখোলা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে গুলি বিনিময়ের পর ঐদিনই উভয়পক্ষের ব্যাটালিয়ন পর্যায়ের অধিনায়কদের এক বৈঠকে উত্তেজনা প্রশমিত এবং বিএসএফের ফেলে যাওয়া 9 রাউন্ডগুলিসহ একটি ম্যাগজিন ফেরত দেয়া হয়। জয়পুরহাটে অবস্থিত 29 রাইফেল ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের সিও অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 7টার দিকে জেলার হাটখোলা সীমান্তের উচনা সীমান্ত দিয়ে কিছুসংখ্যক বাংলাদেশী চোরাচালানী পুরাতন কাপড় নিয়ে ভারতে যাবার সময় টের পেয়ে 5/6 জন সশস্ত্র বিএসএফ জওয়ান 281নং সীমান্ত পিলারের 9 ও 10 নং সাব পিলার দিয়ে প্রায় 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে তাদের বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চোরাচালানীদের সাথে বিএসএফ জওয়ানদের ধসত্দাধসত্দি হয়। এতে 3 চোরাচালানী আহত হয়। এরপর বিএসএফ জওয়ানরা সেখানে 9 রাউন্ড গুলি ভর্তি রাইফেলের একটি ম্যাগজিন ফেলে সীমান্তের ওপারে চলে যায় এবং গুলি ছুঁড়তে শুরু করে। এর জবাবে বিডিআর জওয়ানগণও পাল্টা গুলি ছোঁড়ে। বিডিআর মোট 9 রাউন্ড ও বিএসএফ 29 রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনার পর উভয় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বেলা 12টার দিকে 29 রাইফেল ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামিম হোসেন ও 57 বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট আর পিএস মালিকের মধ্যে সীমান্ত পিলার 281/16 এম এর নিকটে 26 মিনিটের সৌহার্দ্যপূর্ণ বৈঠকে উত্তেজনা প্রশমিত হয়। ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 21.07.2006 ঃঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।