আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে যায় (শাহানা আপুকে)

পরির্বতনের সময় এখন....

1ম জাম্প, 2য় জাম্প ,3য় জাম্প। সাথে সাথে তা যেন মাথাঝাড়া দিয়ে উঠলো।সাতসকাল বেলা এ ধরনের জাম্প দিতে হবে ভাবতে পারিনি,অবশ্য ভাবতে পারিনি বললেও ভুল হবে বলা যায় স্বরণে ছিলো না ।তারই মাঝে নিজ মনে যখন হাসতে শুরু করলাম তখন বন্থুরা প্রশ্ন করে বসলো কিরে হাসছিস যে?এমনি বলে সে প্রশ্ন এড়িয়ে গেলাম। যে যাই ভাবেন তবে এই জাম্প কিন্তু ইচ্ছাকৃত নয়।আর ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃতই হোক এই জাম্প এর সাথে সাথে মনে পরে গেছে শাহানা আপুকে, মনে পড়ে গেছে শাহানা আপুর সেই পোস্ট (Click This Link)11/06/06 তারিখে, যদিও বেশ কিছুদিন হয়ে গিয়েছে। কিন্তু এর পরে যতবারই সাহাবাগের ঔ মোড়টিতে আসা-যাওয়া হয়েছে ততবারই মনে পড়ে গেছে শাহানা আপুকে.........সেই সাথে ব্লগারদেরকেও মনে পড়েছে.......মনে পড়েছে তাদের লেখাগুলোকে......................... ও ভালো কথা সেদিন একটা বিড়ালছানা দেখছিলাম গাছের পাতা খাচ্ছে ।খানিকটা অবাক হলাম !!চিন্তা করলাম এটা শাহানা আপুকে প্রেজেন্ট করা যেতো....কিন্তু ক্যামরা মোবাইল না থাকাতে সে আশা আর পূরন হলো না..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।