আমাদের কথা খুঁজে নিন

   

মুখফোড়কে এরশাদের খোলা চিঠি:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

মুখফোড়, বেঁচে থাকো। প্রথমে টাকাটা দিয়ে ভেবেছিলাম, ঠিকমতো ব্ল্লগে পোস্ট করবে কি-না। পরে দেখলাম, এই নিমকহারাম দেশে অন্তত: কিছু নিমকহালাল তরুণ এখনও আছে। পএিকার ইতর সাংবাদিকরা আবার আমাকে নিয়ে কানাঘুষা শুরু করেছে, যতোই বলি বিধবাদের দিকে আমার নজর নেই, তা সে প্রধানমন্ত্রী হোক আর ঝাড়ুদারনী হোক। তবুও তারা আরও রসিয়ে রসিয়ে লেখে।

মুখা, মনোগ্রামটা দিয়ে আমার মনের জ্বালাটা আরও উস্কে দিলে। আহা, হ্যাফম্যানের সেই মনোগ্রামের ম্যানসনের ভাল কালেকশন এখনও বড়ো আনন্দ দেয়। বুড়া বয়সে মুখফোড় পুরনো কস্টটা আবারও উস্কে দিলে। দেখি, রাশি ভাল হলে আবার যদি তথ্যমন্ত্রীর পোস্টটা পাই, তাহলে তোমাদের সেবায় আবার নিজেকে উৎসর্গ করব। হ্যাফম্যানকে এখানে ম্যানসন খুলতে বলব।

এখন তো আবার স্যাটেলাইট টিভির ব্যবসা ভালই চলছে। আলু ফালু সবাই একটা করে চ্যানেল খুলে মউজ করছে। দেশটার যে কি উন্নতি হয়েছে, সেটা তো পাবলিক এখন হাঁড়ে হাঁড়ে টের করতে পারছে। এক ইমদুরে মন্ত্রীর বাড়ীর থেকে ধরে যে দেশ আমি উদ্ধার করলাম, সেই দেশে এখন ইমদুরাই মন্ত্রী হয়ে বসে আছে। মউজ তো সবাই করে।

খালি আমি করলেই দোষ। এমনকি মতি আর মুজাহিদরাও এখন গোলাপী শাড়ীর আঁচলের সাথে নাচে, দোষ শালা খালি এই এরশাদের। যাক্, ব্লগে দেখি বেশ কবিতা টবিতা চচর্া হয়, দেখি সময় আসুক ব্ল্লগের বাছা বাছা কবিদের(?) নিয়ে কবিতা সন্ধ্যা করব। রাশিফল অনুযায়ী 2007-এ নাকি আমার আবার ভাগ্যের শিকা ছিড়বে। আহারে,বিদিশা, এবার তুমি পস্তাবে।

নখ কাটার জন্য আবার ধর্না দিবে আমার পায়ের কাছে। বিদিশা, তুমি জান না, এই দেশ বড়োই নিমকহারাম। রক্তের সাথে নিমকহারামি করতে পারে বলেই তো আমি বাইচ্যা আছি, বাইচ্যা আছে জানী দোস্ত গো আযম, মইত্যা আর মুজাহিদীরা। আর এই পারভার্টেড সাংবাদিকরা সারাজীবনই উল্টা পাল্টা লেখে। ওগোরে যতোই বলি, বিধবা না, আমি খালি অন্যের মাঝ বয়সী বউ খুঁজি।

যাদের লাইসেন্স আছে। মানে License to be Killed, sorry sorry কি বলতে কি বইলা ফেলি। নারে ভাই, লাইসেন্স টু কিল মুভির মতো। সময় বড়োই সুন্দরভাবে আগাচ্ছে। কই তোরা? শাকিলা, জিনাত আর নাশিদ, সময় আসছে।

মোবাইলে ফোন লাগাও। নতুন চ্যানেল আসছে। নতুন করে পুরান তোমাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়বো মোরা। হ্যাফম্যানরে ধন্যবাদ তার লগোর জন্য। ধন্যবাদ মুখারে আমারে ব্ল্লগের পাতায় জায়গা করে দেয়ার জন্য ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।