আমাদের কথা খুঁজে নিন

   

স্বৃতির জানালায়

যখন যেমন, তখন তেমন

আমার মনের জানালায় বাতাস থেকে থেকে আসে, কখনো ঝড়ো হওয়া কখনোবা মৃধু ভাবে। কখনো বাতাস যেন ফুরফুরে তাজা মাঝে মাঝে মনে হয় মলিন হাওয়া। সন্ধে আকাশে দিগন্ত রেখায়, স্বৃতি গুলো মোর যেন মরীচিকা। এই যেন পেয়ে যাই, আবার হারাই, শেষে দেখি আমি আছি শূন্য বালুচরায়। অনেক যতন করে তারে করেছি লালন, সেই থেকে শুরু মোর কপাল পাড়ন।

মাঝে মাঝে ভাবি শুধু স্বপ্নে কি সে আসে, চোখের পাতা মোর তখনি ঝিকিমিকি হাসে। পাখি ডাকে কিচির-মিচির, করে শুধু যন্ত্রনা, শূন্য বুকে বাজে শুধু নিরাশার বন্দনা। বহু প্রতিায় হঠাৎ তারে পেয়ে যাই স্বৃতির জানালায়, বুক ভরে দম নেই, ফেলি নির্ভরতায়। দুজনেই দাঁড়িয়ে কাছাকাছি তবু যেন কিসেরও বাঁধা, বলি শুধু ভালবাসি, ভালবাসি, কেটে যায় কত সময়, বয়ে যায় বেলা। হঠাৎ এল ঝড়, নিয়ে গেল তারে, শূন্য জানালা, দ্বার, দাড়িঁয়ে সাী হয়ে।

সবুজ, শ্যামল মন ধরেছে নিলাভ হৃদয়ে জমে আছে কতো যে বিলাপ। গরলের চোটে আমি নেশায় চুরচুর পেতে চাই তারে আমি, সে যে বহুদূর। চমকে চমক ফেরে, ধীরে ধীরে কেটে যায় নেশা, তারে আমি ভুলে যাই, পেয়ে অন্য পেশা। এখন আমার কৌটি টাকা, রয়েছে বাড়ি, জানালার পাশে গিয়ে ভাবি আর ভাবি, দিনের সায়াহ্নে পাখিগুলো এখনো ঠিক নীড়ে ফিরে, আমিও চলেযেতে চাই, তাহাদের ভীড়ে। যদি গিয়ে মিলে কোথা, আমার প্রানের সখা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.