আমাদের কথা খুঁজে নিন

   

পাণি গ্রহনের নেপথ্য কথন

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

(উৎসর্গ : আমি যারে পেয়েও হারাইরে) ঐ সবল কাঠামোয় উদ্ভিন্ন যৌবন খুজি না নারী! খুজে ফিরি অন্য অনুষঙ্গ। আজনম একেলা পুরুষ আমি, এই নিষ্ফলা ভূমিতে আবাদের প্রয়াস নিরন্তর। 'মেঘ দে পানি দে'তে গলেননি ঈশ্বর তাকে ভোলাতে তাই প্রচেষ্টা নাই তবু আমায় ভোলাতেই কী তুমি 'প্রেরিতা নারী'! এই শরীর সঙ্গম কাতর ছিল না কোনোদিন বহু লড়াইয়ে শ্রান্তক্ষত শুশ্রষাও খোঁজে না; সঙ্গী খোঁজে, সবল- প্রবল সঙ্গী তোমার নারীত্ব তাই কোনো বাধা নয় ধাঁধাও নয় নারী এই নিস্ফলা ভূমে আদম-হাওয়ার মতো প্রজনন আমাদের এজেন্ডা হবে না। খোক্কসের হানা অবিরাম- দিনরাত ক্যালেন্ডার বা ঘড়ির কাটা মেনে চলে না; আমি হাঁপালে তুমি তুলে নেবে তরোয়াল আমার। তাই তোমার সবল কাঠামো দেখি বাহু দেখি- কতখানি জোর চোখ দেখি-কতখানি ক্রোধ তোমার বুকের গড়নে আমি শক্তিশালী ফুসফুসের অস্তিত্ব খুঁজি স্তনের কোমলভাব না তোমার জঙ্ঘায় আমি পেশব উরুর প্রান্তমুখ খুঁজি যোনীর গহীনতা না পাঁজর হাতড়ে বোঝার চেষ্টা করি কতখানি ব্যাপ্তি ওই অলিন্দ-নিলয়'র; পায়ের গঠন স্পর্শে মাপি কতটা পথ পাড়ি দিতে পারবে অনায়াস। আমার স্পর্শে কাম নেই প্রেম আছে, সেইটুকু সতীর্থ যোদ্ধার। বোঝাপড়া আর লড়াকু মননের তুমুল মিশেল এই নিষ্কাম প্রেম। সুলতানের তুলিতে উঠে আসা ক্যানভাসের জমাট বুননে পলাতকা সবল ও প্রবলা নারী, চলো এবার যুদ্ধে ঝাঁপাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।