আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাইকেল

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

খুব ছোট বেলা থেকে আমার সাইকেলের খুব শখ। প্রচুর টাকা নষ্ট করেছি ভাড়ায় সাইকেল চালিয়ে। যা দিয়ে অনায়াসে 2/3 টা সাইকেল কেনা যেত। একবার হয়েছে কি,তখন আমরা নরসিংদীতে থাকি, তো সাইকেল ভাড়া করে নরসিংদী থেকে ভৈরব পর্যন্তচলে গিয়েছিলাম এবং আসার পর দুইদিন অসুস্থ ছিলাম ।

সেসময় আব্বুর এক কলিগ রাস্তায় আমাকে দেখে ফেলে ছিলেন। জানিনা আব্বুকে উনি ব্যপার টা বলেছিলেন কিনা। তার কিছুদিন পর অনেক বায়নার পর আব্বু সাইকেল কিনে দিলেন। সেটা ছিল লাল রংয়ের অ্যাভন সাইকেল। র্শত ছিল হাইওয়েতে সাইকেল চালানো যাবেনা ।

আমি যে কোন র্শেতর জন্য প্রস্তুত ছিলাম। এরপর কয়েকদিন শুধু খাওয়া আর ঘুম বাদে সারাদিন সাইকেল আর সাইকেল । কিছুদিনের মধ্যে অন্যান্য বন্ধুরাও সাইকেল কিনল । বিকেলে 4/5 জন বন্ধু মিলে একসাথে সাইকেল চালিয়ে সারা শহর ঘুরে বেড়াতাম। 4 বছর পর ওটা বিক্রি করে একটা ফনিক্স কিনলাম,ওটা প্রায় 6 বছর চালিয়েছি।

এরপর কিনলাম Hero Ranger Max এটা এখনও আছে। সবসময়ই ব্যবহার করি। অনেকে অনেক কথা বলে,তারপরও। মোট কথা সাইকেলিং য়ের মজাই আলাদা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.