আমাদের কথা খুঁজে নিন

   

ভাড়া বাই সাইকেল, মোটর সাইকেল

আমার ব্যক্তিগত ব্লগ

আমাদের দেশে কি মোটর সাইকেল বা বাই সাইকেল ভাড়া পাওয়া যায়? আমি শুনিনি এখনও। নরওয়েতে বাই সাইকেল ভাড়া পাওয়া যাওয়ার কথা শুনেছি। নেপালের পোখরা শহরে ঢুকেই আমাদের কিছু সহযাত্রী মোটর সাইকেল ভাড়া করে শাই শাই করে শহর পরিদর্শন শুরু করে দিল। যেহেতু মোটর সাইকেল বা বাই সাইকেল কোনটাই চালাতে জানিনাহ তাই এই বিষয়ে কোন আগ্রহ দেখালাম না। তবে অল্প দুরত্বে ঘোরার জন্য, বা নিজের ইচ্ছা মতোন ঘোরার জন্য এর চেয়ে ভালো কিছু আর হয়না।

এই শহরে রিক্সা চলে না। ট্যাক্সি করে সব সময় চলাচল করা খুবই ব্যয়হুল। কাঠমান্ডুতে একবার ট্যাক্সিতে চড়ে ছিলাম। এবং যতক্ষন ট্যাক্সিতে ছিলাম, আতংকে ঠান্ডা হয়ে মিটারের দিকে তাকিয়ে ছিলাম। প্রতি .৫ সেকেন্ডে মিটার ঘুরছে।

ধাই ধাই করে টাকার অংক বারে। এরপরও ওখানকার ট্যাক্সি ওয়ালা (হয়তো টুরিস্ট দেখে) ৪গুন দামে ফিক্স রেটে যেতে চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।