আমাদের কথা খুঁজে নিন

   

র্অথহীন পোস্ট

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আজ সারাদিন অপটিকস রুমে পেঁচার মত বড় একটা গ্লাস পরে কাটালাম। গত কয়েকদিন ধরেই চলছে এই কারবার। এর মধ্যে সাধক এসে মাথায় একটা বাড়ি গেল। একদিকে গেছে ফুলে । আমার র্নিবিষ একটা পোস্টে পড়ে গেছে 86 টা স্ট্যাম্প ।

দেশের এগিয়ে যাওয়া রুখে দিয়েছি আমি। ভাবতে ভালই লাগে : যে গতি রুখে দিতে পারে, সে গতি বাড়িয়ে ও দিতে পারে। রাতে ভাতিজা বলল কাকা । আমি নিশ্চিত নই সে কা কা বলেছে নাকি কাকা বলেছে । ভীষণ অশ্লিল অশ্লিল একটা ভাব হচ্ছে।

শমিত বলছে আঁশটে গন্ধ । কি জানি আমি র্কণফুলীর মাছ একটু নোনা স্বাদ থাকার কথা । লোকজন বলছে তিতা । দেড় বছরের ভাতিজা কি বলতে চায় । সে কি বলতে চায় আমি সারাদিন কা কা করি।

র্কমহীন গতি রোধকারী পোস্ট দিই। খুব কঠিন বোঝা । আচ্ছা টুইন টাওয়ারে কে প্লেন ছুড়ে মারল। আমি নাদান বয়সে ফাইনাল এক্সাম এর পর খাতা গুলো দিয়ে প্লেন বানিয়ে ছাদ থেকে ছুড়ে মারতুম । আমার আইডিয়া চুরি করে ফেলল শালারা।

প্রজাপতি এসে বললো আপনার জন্য জোনাকি। আমি বলি এত কম কেন ? ও বলে 'কত লাগবে আপনার ' আমি বলি 14 কোটি , 14 কোটি জোনাকি লাগবে । আশা করি আমার ভাতিজার বোল সত্যি হল । একটা র্অথহীন পোস্ট মনে হয় দিতে পেরেছি। ======================================= 22 শে' জুন, 2006 সন্ধ্যা 6:43 কলাম্বিয়া ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.