আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র 25 পয়সার জন্য.....

http://nilkhota.blogspot.com/

25 পয়সা নিয়ে বাজারে যাওয়ার পর তা দিয়ে মাছ, মাংশ, শাক সবজি কিনে বাসায় ফেরার পরও 5 পয়সা পকেটে আছে ! অবাক হবেন না । এটা এ সময়ের ঘটনা নয়। মুক্তিযুদ্ধের আরো আগের গ্লল্প। হ্যা এসব তো গল্পই । এখন কি আর 25 পয়সার কোন দাম আছে ? এটা দিয়ে কিছু কেনা যায় ? না।

অবশ্যই না। সময়ের সাথে সাথে আমাদের জীবন যাত্রা ও গেছে বদলে। আর এ কারনেই প্রতিবাদী হয়ে উঠেছে মঙ্গা পীড়িত কুড়িগা্রমের ভিক্ষুকরা। তাদের দাবীটা আরো নুন্যতম। সেখানে 10পযসা পর্যন্ত ভিক্ষা দেয়া হয় ।

তাদের আপত্তি এখানেই। তারা চাইছে নুন্যতম ভিক্ষা হোক 25 পয়সা। আর সেই দাবীতে কাল কুড়িগ্রামে তারা সমাবেশও করেছে। যেখানে দু'শর মতো ভিক্ষুকের উপস্থিতি ছিল। রীতিমতো মাইক নিয়ে সমাবেশ করেছে তারা।

তারা জানিয়ে দিয়েছেন এই দাবী মানা না হলে বড় আন্দোলনে যাবেন তারা । তাদের এই দাবীটা কি অযৌক্তিক ? আমার অন্তত তা মনে হয়না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.